E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি সরকার মানুষকে শুধু খাম্বাই দিয়েছে বিদ্যুৎ দিতে পারেনি’

২০১৫ জুলাই ১৭ ১১:৫১:২০
‘বিএনপি সরকার মানুষকে শুধু খাম্বাই দিয়েছে বিদ্যুৎ দিতে পারেনি’

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে অভাবনীয় উন্নতি হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নতুন সংযোগ দেয়ায় লোডশেডিং এর হারও কমে গেছে অনেক। অন্যদিক ক্ষমতায় থাকা কালে বিএনপি জোট সরকার মানুষকে শুধু খাম্বাই দিয়েছে, কিন্তু বিদ্যুৎ দিতে পারে নি। আর শেখ হাসিনার সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে কাজ করে যাচ্ছেন।

হুইপ বলেন, এ সরকারের আমলেই বড়লেখার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। কোনো ষড়যন্ত্রই সরকারের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

হুইপ আরো বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সরকারগুলোর তুলনামূলক বিচারে দেশের সার্বিক উন্নয়ন প্রশ্নে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং কৃষিসহ খেলাধুলা সব জায়গায় শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্তমান সরকার নতুন সড়ক-মহাসড়ক, সেতু, ফ্লাইওভার নির্মাণ ও রাস্তার লেন বাড়িয়ে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। এমনকি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। আজ একজন রিকশাচালক থেকে শুরু করে একজন খেটে খাওয়া মজুর, এমনকি বাসার কাজের সাহায্যকারী মহিলা থেকে গ্রামের গরিব কৃষক ভোগ করছেন তথ্য কিংবা মোবাইল সেবা।

তিনি বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাবিজুরি পার গ্রামে সাড়ে ৭ লক্ষ টাকা ব্যয়ে ৩১ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

প্রাক্তন শিক্ষক আছদ্দর আলীর সভাপতিত্বে ও ইউপি যুবলীগ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, ডিজিএম নিল মাধব বণিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, সম্পাদক আবুল হোসেন আলম, আক্তার হোসেন, যুবলীগ নেতা আব্দুল কাদির, আজাদ হোসেন, ছাত্রলীগ নেতা মখছুদুল আহমদ রানা প্রমুখ।

(এলএস/এসসি/জুলাই১৭,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test