E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে দু’বাসের সংঘর্ষ, নিহত ১৪, আহত ৫০

২০১৫ জুলাই ১৯ ০৯:৩৬:৪৯
সিরাজগঞ্জে দু’বাসের সংঘর্ষ, নিহত ১৪, আহত ৫০

সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে চালকসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী।

রবিবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মূলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় মেলেনি।

খবর পেয়ে সেতু বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে সৈয়দপুরগামী সাব্বির হোসেন পরিবহন ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের বাস দুটি মূলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ ঘটনাস্থলেই মারা যায় ১২ জন। এসময় উভয় বাসের অন্তত ৫০ যাত্রী আহত হয়।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শহরের মেডিনোভা হসপিটাল, কমিউনিটি হাসপাতাল, আভিসিনা হসপিটাল, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল ও সেন্ট্রাল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অভিসার ফরিদুল ইসলাম জানান, সকাল ৭টা পর্যন্ত সদর হাসপাতালে ১৪টি লাশ পৌছেছে এবং ২৫জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ পেয়ে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার লে. কমোডর মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে। আহতরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পায় সে বিষয়টি মনিটরিং করা হচ্ছে।

(ওএস/অ/জুলাই ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test