E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রায়পুরে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

২০১৫ জুলাই ১৯ ১৮:৪৭:৫০
রায়পুরে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১০ আহত হয়েছে। পরে পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের এশিয়া বৃহত্তম মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দিয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহতরা হলেন, মো. রাসেল, সাকিল, ফরহাদ, পলাশ, মিরাজ, মিঠু, মফিজ ও রানাসহ ১০জন।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানানা, রায়পুরে পর্যটন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দ উপভোগ করতে স্থানীয়সহ আশপাশের বিভিন্ন উপজেলার লোকজন শহরের এশিয়া বৃহত্তম মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে ঘুরতে আসে। ঘটনায় সময় একটি মেয়েকে কেন্দ্র করে স্থানীয় গনি ও সোহেলের সাথে বাক্ বিতন্ডায় জড়িয়ে পড়ে বাসাবাড়ী এলাকার মফিজের ভাগিনা সাকিল ও রাসেলের সাথে। এতে একপর্যায় উত্তেজিত হয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে ১০ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিত নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় ফিস হ্যাচারি কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের গেইট বন্ধ করে জনসাধারণের প্রবেশ নিষেধ করে দেয়।

রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রসাশনিক কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, সংঘর্ষের কারনে সকল জনসাধারণের প্রবেশ নির্ষেধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রবেশর বিষয়টি সিন্ধান্ত নেওয়া হবে।

রায়পুর থানার (এসআই) মো. আনোয়ার হোসেন ঘটসান সত্যতা নিশ্চিত করেন বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কেউ মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/এসসি/জুলাই১৯,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test