E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে যাকাতের ৬শ’ শাড়ী ও লুঙ্গি বিতরণ

২০১৫ জুলাই ১৯ ১৮:৫৭:০৬
তাড়াশে যাকাতের ৬শ’ শাড়ী ও লুঙ্গি বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ পেডিয়াট্রিক সার্জারী এসোসিয়েশনের সভাপতি, ঢাকা শিশু হাসপাতালের ইউরোলজী বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কার্যকরী সদস্য এবং চলনবিলের কৃতি সন্তান প্রফেসর ডাঃ আব্দুল আজিজ তাড়াশ-রায়গঞ্জ উপজেলা ও সলংগা থানার দুস্থ্য, অসহায়, গরীব, দুঃখী মানুষের মধ্যে যাকাতের ৬শ’ শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন। 

গতকাল রবিবার তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শাড়ী লুঙ্গি বিতরনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রফেসর ডাঃ আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা আওয়ামীগের যুগ্ন সম্পাদক এস আলম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম জ্যোতি মাস্টার, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঈনুল হক, সগুনা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুল গনি, মাধাইনগর ইউনিয়ন

আওয়ামীলীগের সভাপতি মির্জা আবু হাসান, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহেল বাকী, শাহ আলম প্রমুখ। তাছাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। তিনি অসহায় দুস্থদের মধ্যে ৪শ’ পিস শাড়ী ও ২শ’ পিস লুঙ্গি বিতরন করেছেন।

(এমিএমএইচ/এসসি/জুলাই১৯,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test