E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলছিটিতে কলেজ ছাত্রীকে মারধর, মামলা দায়ের

২০১৫ জুলাই ২২ ২১:০৩:৩১
নলছিটিতে কলেজ ছাত্রীকে মারধর, মামলা দায়ের

ঝালকাঠি প্রতিনিধি : প্রকাশ্য দিবালোকে ছাত্রী অপহরণের চেষ্টা ও মারধরের ঘটনায় অবশেষে মামলা নিল নলছিটি থানা পুলিশ।

জানা গেছে, গত ১৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নলছিটি বন্দরের প্রাণকেন্দ্র সদর রোড থেকে ইডেন কলেজে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায় নলছিটির চিহ্নিত সন্ত্রাসী, ইভটিজার ও একসময়ের বিতর্কিত ছাত্রদল ক্যাডার জহির ওরফে কবুতর জহির (২৫)।

ঘটনার দিন ইফতার শেষে খালা ও খালাতো বোনকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বের হয় মেয়েটি। কেনাকাটা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে নলছিটি হাইস্কুল রোডের একটি দোকান থেকে বের হওয়ার সাথে সাথে জহির ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণের উদ্দেশ্যে টানা-হিঁচড়া শুরু করে।

এ সময়ে মেয়েটি ও তার সহযোগীদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মেয়েটিকে চড়-থাপ্পর মেরে জীবননাশের হুমকি দিয়ে পালিয়ে যায় জহির ও তার সহযোগীরা। ঘটনার সাথে সাথেই ওই ছাত্রীর অভিভাবকসহ স্থানীয়রা মোবাইল ফোনে বিষয়টি নলছিটি থানার ওসি মাকসুদুর রহমানকে জানায়। এরপর ওইদিন রাত থেকেই মামলা দায়েরের উদ্দেশ্যে থানায় ধরণা দিতে থাকে ভিকটিমের পরিবারের লোকজন।

অবশেষে ১৭ জুলাই মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন নলছিটির পুলিশ কর্তা। মেয়েটির পিতা ওয়াহেদ উদ্দিন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

অনুসন্ধানে জানা গেছে, বহু অপরাধমূলক কর্মকান্ডের হোতা জহির রহস্যজনক কারণে বারবার রেহাই পেয়ে যাচ্ছেন। তার পরিবার টাকার বিনিময়ে জহিরের অপরাধ ঢাকতে মুখ্য ভূমিকা পালন করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জহির দীর্ঘদিন যাবৎ মেয়েটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি রাজি না হওয়ায় জহির তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মেয়েটিকে রাস্তাঘাটে উত্যক্ত করত। মেয়েটির পরিবার উত্যক্ত করার বিষয়টি একাধিক বার জহিরের বোন ফেরদৌসী ইভাসহ পরিবারের অন্যান্য সদস্যদের জানালেও তারা তাতে কর্ণপাত করেনি। বরং জহিরকে অপরাধমূলক কর্মকাণ্ডে সাহস যুগিয়েছে। তার বোন ইভার ইন্ধনে জহির ওই মেয়েটিকে মারধর করেছে বলে বাদির অভিযোগ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

(এএম/পিএস/জুলাই ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test