E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মংলায় নৌ-বাহিনী জাহাজ বিশখালীর ডি-কমিশনিং

২০১৪ মে ২১ ১০:১৭:৩৬
মংলায় নৌ-বাহিনী জাহাজ বিশখালীর ডি-কমিশনিং

বাগেরহাট প্রতিনিধি : নৌ-বাহিনীর জাহাজ বিশখালীকে আনুষ্ঠানিকভাবে ডি-কমিশনিং করা হয়েছে। দীর্ঘ প্রায় ৩৬ বছর সফলতার সঙ্গে অপারেশনাল কর্মকান্ড পরিচালনার পর নৌ-বহর থেকে বিশখালীকে মঙ্গলবার সকালে  ডি-কমিশনিং করা হলো।

মংলায় অবস্থিত নৌ-জেটিতে খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর শাহীন ইকবাল (ট্যাজ), নৌ-বাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে নৌ-বহর থেকে ডি-কমিশনের অনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।এ সময় খুলনা নৌ-অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দসহ নাবিকরা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ২৩ নভেম্বর বানৌজা বিশখালী নৌ-বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তৎকালীন নৌ-বাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল এম এ খান জাহাজটিকে নৌ-বাহিনীতে কমিশনিং করেন। এর আগে জাহাজটি ১৯৬৬ সালে ইংল্যান্ড থেকে সংগ্রহ করে পূর্ব পাকিস্তানে এন পিএনএস যশোর নামকরণ করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জাহাজটি কর্নফুলী নদীতে ডুবে যায়। ১৯৭৪ সালে জাহাজটি উদ্ধার করে খুলনা শিপইয়ার্ডে নতুন ইঞ্জিন, জেনারেটর ও অন্যান্য মেশিনারিজ সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ সংস্কার করা হয়।

পরবর্তীতে জাহাজটি অপারেশনাল সীমাবদ্ধতার কারণে নৌ-বাহিনীর বহর থেকে ডি-কমিশনিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(একে/জেএ/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test