E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেকুয়ায় পুলিশের সাথে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া

২০১৪ মে ২১ ১০:৩৪:৫২
পেকুয়ায় পুলিশের সাথে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া

আঞ্চলিক প্রতিনিধি (কক্সবাজার) : পেকুয়ায় পুলিশের সাথে গ্রামবাসীর মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। রাতে পুলিশের টহলের সময় বাজারের এক ব্যবসায়িসহ আরো কয়েকজনকে  ধরে নিয়ে আসার সময় তার আর্তচিৎকারে অপর ব্যবসায়ি ও বাজারে উপস্থিত লোকজন এর কারণ জানানোর চেষ্টা করলে পুলিশ হঠাৎ  লাঠিচার্জ করে।

এ সময় গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশের ওই আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। অপরদিকে পুলিশ আটককৃতদের ভ্যানে তুললে গ্রামবাসীরা এর প্রতিবাদ জানিয়ে তাদেরকে পুলিশের কবল থেকে ছাড়িয়ে নিতে চেষ্টা চালায়। এ সময় পুলিশ উত্তেজিত লোকজনকে চত্রভঙ্গ করতে এলোপাতাড়ি লাটিচার্জ করলে গ্রামবাসীর সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশসহ পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনসহ অন্য পুলিশ সদস্যদের জনরোষ থেকে উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে পেকুয়া থানায় ২০মে মঙ্গলবার সন্ধ্যায় একটি মামলা রুজু করেন।

ঘটনাটি ঘটেছে, উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের মধ্যবর্তী সোনালীবাজার এলাকায়। এ দিকে পুলিশের সাথে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়েছে।

গ্রেফতার ভয়ে উজানটিয়ার সুতাচোড়া, আতরআলী পাড়া, চেরাংঘোনা,টান্ডার পাড়াসহ ও পার্শ্ববর্তী মগনামা ইউনিয়নের মটকাভাংগা এলাকার শতশত গ্রামবাসী এলাকাছাড়া হয়ে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাতে পেকুয়া থানার এসআই কাইয়ুম উদ্দিন চৌধুরী একদল ফোর্স নিয়ে সোনালী বাজার এলাকায় টহলে যায়। বাজারের ব্যবসায়ীরা জানান, রাতে বাজারের ব্যবসায়ী আবুল কালাম আরো কয়েকজনকে নিয়ে তার দোকানে বসে তাজ খেলছিল। এসময় পুলিশ গিয়ে তাদেরকে ওই দোকান থেকে ধরে পুলিশ ভ্যানে তুলে ফেলে। পরে এস.আই কাইয়ুম উদ্দিন চৌধুরী স্থানীয় মগনামা ইউপির ৬নং ওয়ার্ড়ের সদস্য শাহ আলমকে খবর দিয়ে ঘটনাস্থলে উপস্থিত করে।

এ নিয়ে আটককৃতদের ছাড়িয়ে দিতে ইউপি সদস্যর সাথে টাকার দেন দরবার করেন। পরে পুলিশের দাবীকৃত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে পুলিশ আটককৃতদের নিয়ে আসার চেষ্টা চালায়। এসময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতা দিদার উদ্দিন, এয়ার মোহাম্মদ ইউপি সদস্য শাহ আলমের এর নেতৃত্বে কয়েকশত গ্রামবাসী তাদেরকে পুলিশের আটক থেকে উদ্ধার করতে এগিয়ে যায়। পরে পুলিশ গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাটিচার্জ চালায়।

এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। পরে উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের ভ্যান থেকে আটককৃতদের ছাড়িয়ে নেয়। এদিকে ওই ঘটনায় পেকুয়া থানার এস.আই কাইয়ুম চৌধুরী বাদি হয়ে গতকাল ২৬ জনের নামোল্ল্যেখ করে আরো ৫০জন অজ্ঞাত করে ৭৬জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। ওই মামলায় আওয়ামীলীগ, যুবলীগসহ ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতাকর্মীকেও আসামী করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জানতে ইউপি সদস্য শাহ আলম জানান, এস.আই কাইয়ুম রাতে ফোন করে আমাকে বাড়ি থেকে ঘটনাস্থলে আনে। আটককৃতদের ছাড়িয়ে দিতে আমার কাছ থেকে ১০হাজার টাকা দাবী করছিল। দাবিকৃত টাকা দিতে না পারায় এ ঘটনা ঘটে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পুলিশ নিয়মিত টহলে গেলে বেশ কয়েকজন ব্যক্তি বসে জুয়া খেলছিল। এসময় পুলিশ তাদের আটক করলে তাদের ছাড়িয়ে নিতে জুয়াড়িসহ গ্রামবাসীরা পুলিশের উপর হামলা চালায়। এতে ২জন পুলিশ সদস্য আহত হয়েছে।

(এমকেইউ/জেএ/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test