E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ট্রেন ও সিএনজি'র সংঘর্ষে নিহত ৮

২০১৫ জুলাই ২৩ ১৭:০৯:৪৬
গাজীপুরে ট্রেন ও সিএনজি'র সংঘর্ষে নিহত ৮

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-ঢাকা রেলরুটের হায়দারাবাদে ডেমু ট্রেন ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ আট যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন শিশু।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে টঙ্গী-জয়দেবপুর স্টেশনের হায়দরাবাদে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের কারও পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।

গাজীপুর রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জয়দেপুরগামী ডেমু ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে হায়দরাবাদ অতিক্রম করছিল। তার আগে হায়দারাবাদের একটি অননুমোদিত (আনম্যানড গেট) ক্রসিং অতিক্রম করছিল নরসিংদী থেকে গাজীপুরগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি।

সিএনজিটি রেল লাইনে উঠতেই এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় দ্রুতগামী ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এক পর্য‍ায়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সিএনজি অটোরিকশাটি আটকেও যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনে আটকে পড়ে অটোরিকশাটি প্রায় ২ কিলোমিটার দূরত্বের ধীরাশ্রম স্টেশন পর্যন্ত চলে আসে। এ পথে সিএনজির যাত্রীদের মধ্যে কয়েকজনের লাশ রাস্তায় পড়তে থাকে।

জয়দেপুর থানার ওসি রেজাউল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আট জন সিএনজি অটোরিকশার যাত্রী।

(ওএস/অ/জুলাই ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test