E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমঝোতায় মুক্ত হলো যশোর কোতয়ালি থানা

২০১৫ জুলাই ২৩ ১৯:০৬:৫০
সমঝোতায় মুক্ত হলো যশোর কোতয়ালি থানা

যশোর প্রতিনিধি : সমঝোতায় মুক্ত হলো যশোর কোতয়ালি থানা। পৌনে এক ঘন্টা অবরোধ থাকার পর কোতয়ালি থানা মুক্ত হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চৌরাস্তায় থানার মোড়ে ময়লা ফেলাকে কেন্দ্র করে পুলিশ এক সুইপারকে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে থানা সুইপাররা থানা ঘেরাও করে পুলিশের শাস্তির দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সকাল সাড়ে নয়টা  থেকে সোয়া দশটা পর্যন্ত থানা ঘেরাও করে রাখে সুইপাররা। এ সময় তারা থানার সামনে দুই ট্রাক ময়লা-আবর্জনা রেখে পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। পরে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা এবং বাংলাদেশ হরিজন সমিতির সভাপতি রাজেন বিশ্বাস এবং পৌরসভা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি খোকন বিশ্বাসসহ অন্যান্য নেতারা থানায় এক সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে শান্তিপূর্ণ সমঝোতা হওয়ায় হরিজনরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা জানান, ওসিসাহেবের বাসার সামনে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শাকিল আহমেদ ময়লা-আবর্জনা ফেলা হবে না বলে আশ্বাস দেন। কিন্তু ময়লা ফেলা বন্ধ না হওয়ায় সকালে সুইপারদের নিষেধ করা হয়। এক পর্যায়ে সুইপাররা নিষেধ অমান্য করে সেখানে ময়লা ফেলা অব্যঅহত রাখে। এ ঘটনায় পুলিষ রবি নামে এক সুইপারকে ধাক্কা মারে। এরপর তারা থানার সামনে অবস্থান নেয়। পরে সমঝোতায় মিমাংসা হয়।

(জেকেএম/পি/জুলাই ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test