E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা

১৭ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ

২০১৫ জুলাই ২৩ ২১:২৫:৩৫
১৭ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের মুলীবাড়িতে গত রবিবার ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার বিকেলে তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পাশা এই প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেন।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে- দুর্ঘটনার জন্য ২টি বাসের মধ্যে সাব্বির পরিবহনই দায়ী। কারণ বাসটির কোন ফিটনেস ছিলো না। ২০১২ সালে বাসটির ফিটনেস অতিক্রম করেছে। একই সাথে তাদের কোন রুট পারমিটও ছিলো না। ত্রুটিযুক্ত বাসের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তদন্ত দল মনে করছে।

পাশাপাশি তদন্ত দল যানবাহনের গতি কমানো, মহাসড়কে স্পীড ব্রেকার ও ডিভাইডার নির্মাণ, ফিটনেস বিহীন যানবাহন বাতিলসহ ১১টি বিষয়ে সুপারিশ করেছে।

উল্লেখ্য, গত রবিবার মুলীবাড়িতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পাশাকে প্রধান করে তদন্ত দল গঠন করা হয়। তদন্ত দলকে ৩ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ প্রদান করা হয়েছিল। বুধবার তদন্ত দল তাদের প্রতিবেদনটি প্রকাশ করেছে।

(এসএস/পিএস/জুলাই ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test