E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিখোঁজের ৪ দিন পরেও সন্ধান মেলেনি মা-মেয়ের

২০১৫ জুলাই ২৪ ২০:১৯:০০
নিখোঁজের ৪ দিন পরেও সন্ধান মেলেনি মা-মেয়ের

বরিশাল প্রতিনিধি : দু’বছরের কন্যা সন্তানসহ বাবার বাড়িতে যাবার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার চারদিন পরেও সন্ধান মেলেনি গৃহবধূ লাবনী আক্তার(২২) ও তার দু’বছরের কন্যা সন্তানের। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামের।

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ওই গৃহবধূকে পাচারের উদ্দেশ্যে কৌশলে অপহরণ করেছে অভিযোগে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

ওই গ্রামের ইসমাইল হাওলাদার জানান, বিগত পাঁচ বছর পূর্বে তার কুয়েত প্রবাসী পুত্র নজরুল ইসলাম শাহিনের সাথে একই উপজেলার কাছেমাবাদ গ্রামের নুরউদ্দিন বেপারীর কন্যা লাবনী আক্তারের সামাজিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের দাম্পত্য জীবনে শাহারন নামের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি আরও জানান, গত ২০ জুলাই সকালে অটোরিকসাযোগে মিয়ারচরের বাড়ি থেকে লাবনী তার কন্যাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। ওইদিন দুপুর থেকে লাবনীর ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার বাবার বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন লাবনী সেখানেও যায়নি। পরবর্তীতে উভয় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও লাবনী ও তার কন্যার কোন সন্ধ্যান না পেয়ে গত ২১ জুলাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তিনি অভিযোগ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরধরে একই বাড়ির প্রভাবশালী প্রতিপক্ষের লোকজনে কৌশলে তার পুত্রবধূ লাবনী ও তার কন্যাকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে থাকতে পারেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নিখোঁজ মা-মেয়েকে উদ্ধারের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

(টিবি/অ/জুলাই ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test