E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় এসিড ঢেলে আমগাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন

২০১৫ জুলাই ২৫ ১৬:০৫:১৯
সাতক্ষীরায় এসিড ঢেলে আমগাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি :এসিড ঢেলে আমগাছ নিধনের চেষ্টার প্রতিবাদ ও ঘটনার মূল হোতা সাতক্ষীরার বহুল আলোচিত অ্যাড. আব্দুর রহমান কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনি- সাতক্ষীরা সড়কে সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত  হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, অ্যাড. আব্দুর রহমান কলেজের প্রতিষ্ঠা আবুল হোসেন মোঃ মকসুদুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. ফাহিমুল হক কিসলু, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জি, দৈনিক দক্ষিণের মশালের নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, যখন সাতক্ষীরার আম ইউরোপের বাজার দখল করেছে বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করেছে ঠিক তখনই দুর্নীতিবাজ অধ্যক্ষ আখতারুজ্জামান আমগাছ ধ্বংসে লিপ্ত হয়েছেন। তার নামের আগে আছে অধ্যক্ষ। আসলে অধ্যক্ষ নয়, অদক্ষ আখতারুজ্জামান। অধ্যক্ষ আক্তারুজ্জামান দেড় কোটি টাকার বাড়ির শোভা বর্ধনের জন্য শহরের আমতলা মোড়ের ঐতিহ্যবাহী বৃৃক্ষ আম গাছের গোড়ায় ছিদ্র করে নিয়মিত এসিড দিয়ে মেরে ফেলার চক্রান্ত করে যাচ্ছেন। সে একজন অধ্যক্ষ হয়েও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে।

আখতারুজ্জামান শুধু শিক্ষাক্ষেত্রকে কুলষিত করেনি। সে সমাজে বেকার যুবতীদের কাছ থেকে চাকুরি দেওয়ার নাম করে প্রতারণা করে তাদের কে পথে বসিয়েছে। অথচ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এ বর্ষা মৌসুমে সকলকে অন্ততঃ তিনটি করে গাছ লাগানোর কথা বলছেন। তখন আখতারুজ্জামান জাতীয় বৃক্ষ আম গাছ নিধনে লিপ্ত রয়েছেন।

বক্তারা অবিলম্বে এই দুর্নীতিবাজ আখতারুজ্জামানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(আরএনকে/এসসি/জুলাই ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test