E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় আশ্রয়ন প্রকল্পের জমি দখল

২০১৫ জুলাই ২৫ ১৬:৫৯:০৫
কাপাসিয়ায় আশ্রয়ন প্রকল্পের জমি দখল

কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি :উপজেলার তরগাও ইউনয়নের দেওনা আশ্রয়ন প্রকল্পের জমি জোতদারদের দখল করার অভিযোগ পাওয়া গেছে। মো: জাহাঙ্গীর আলম নামে এক জোতদার জমি দখল করে সে জমিতে ঘড় তৈরী বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছে।

দখলের প্রতিবাদে আশ্রয়ন প্রকল্পের বসবাসকারীরা কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান, উপজেলা নিবার্হী অফিসার মো: আনিসুর রহমান সহ বিভিন্ন প্রশাসনের দপ্তরে অভিযোগ দাখিল করেন এতে কোন প্রতিকার পাচ্ছে না বলে আশ্রয়ন প্রকল্পের অভিযোগকারীরা জানান।

জানা যায় ,১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের আমলে সেনাবাহিনী কতৃর্ক প্রধান মন্ত্রীর আশ্রায়ন প্রক্প্লটি নিমার্ণ করেন। আশ্রয়ান প্রকল্পের মধ্যে একটি পুকুর একটি মসজিদ,একটি ঈদগাহ ও একটি প্রাইমারী স্কুল তৈরী করা হয়।

আশ্রয়ন প্রকল্পটির ৮টি ব্যারাগ তৈরী করা হয় এবং ৮টি টয়লেট ও ৪টি গভীর নল কুপ বসানো হয়েছে। পরে ওই আশয়ান প্রকপ্লে এলাকার গবীব ৮০জন ভুমিহীন পরিবারদের আশ্রয়প্রকল্পে ঘর বরাদ্ধ দেয়া হয় যা প্রতি ভুমিহীন একটি রুম সহ ১২শতাংশ জমি বরাদ্ধ পায় এবং ভুমিহীনদের নামে আশ্রয়ন প্রকল্পের ৮ একর ৮০শতাংশ জমি বরাদ্ধ দেওয়া হয়। সে থেকে আশ্রয়ন প্রকপ্লের ভূমিহীনরা সেখানে বসবাস করে জমি জমা চাষাবাদ করে জীবন যাপন করে আসছে।

বর্তমানে আশ্রয়ান প্রকল্পে ৩৫০জন মানুষ বসবাস করছে। সম্প্রতি এলাকা প্রভাবশালী লোকজন প্রশাসনের ছত্রছায়ায় জাহাঙ্গীর গংরা আশয়ন প্রকল্পের ভুমিহীনদের বরাদ্ধ প্রাপ্ত জমি দখলের পায়তারা শুরু করে । এর প্রতিবাদ করলে ওই প্রভাবশালীরা ভুমিহীনদের আশ্রয়ন প্রকল্প থেকে উচ্ছেদের হুমকি দেয়। হুমকির একপর্যায়ে ভুমিহীনদের দখল করা জমিতে জোর করে ঘর তৈরী শুরু করে জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে দখল করে দেয়। এর পর আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীরা বিভিন্ন সময়ে প্রশাসনের দপ্তরে গিয়ে জোতদারদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

এ দিকে আশ্রয়ন প্রকল্প এলাকায় ঘুরে দেখা যায় জোতদাররা আশ্রয়ন প্রকল্প এলাকায় কয়েকটি ঘর নির্মাণ করেছে। ঘরের মধ্যে কেউ না থাকলে ও এলাকার সবার জানা কে এ ঘর তুলেছে। অনেকে ভয়ে মুখতে পাছ না।

সরেজমিনে দেখা যায় ভূমিহীনদের মধ্যে একটি অজানা আতংক বিরাজ করছে। কেউ যেন তাদের মুখ খুলছে বাধা দিচ্ছে। আশ্রয়ন প্রকল্পের সামনে দোকানদার আবুল কাসেম জানান জোড় করে জাহাঙ্গীর একটি ঘড় তুলে ফেলেছে। ভয়ে তাকে কেউ ভলতে পাচ্ছে না।

আশ্রয়ন প্রকপ্লের সভাপতি আ:হেকীম ও সাধারণ সম্পাদক মো: ইসলাম উদ্দিন জানান, আমরা দীর্ঘ থেকে এখানে পরিবার নিয়ে বসবাস করে আসছি। সম্প্রতি এলাকার জোতদার জাহাঙ্গর জোর করে আশ্রায়ন প্রকল্পের জমিতে ঘর তৈরী করে গাছগাছলা লাগিয়ে চারিদিকে বেড়া দিয়েছে। তারা প্রশাসনের মাধ্যেমে দখল কৃত জমি উদ্ধার চায়।

এদিকে জমি দখলকারী মো: জাহাঙ্গীরকে মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় জেনে ফোন বন্ধ করে দেয়।

এ বিষয়ে এলাকার ইউপি চেয়ারম্যান মো: খলিলুর রহমান বলেন এ বিষয়ে আমি শুনেছি উপজেলা প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি এর একটি সুষ্ঠু সমাধান আমরা করে দেব বলে তিনি এ প্রতিনিধিকে জানান।

কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার মো: আনিসুর রহমান বলেন,আমি এলাকা পরিদর্শনে গিয়েছিলাম দখল কৃত জমি উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

(এসকেডি/এসসি/জুলাই ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test