E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩৫

২০১৫ জুলাই ২৫ ২১:২৮:৫০
শাহজাদপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩৫

শাহজাদপুর প্রতিনিধি : শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাঁট কৈজুরী গ্রামে ঈদের ফিরতি যাত্রীবাহী শ্যালো নৌকা থেকে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম গ্রুপের সাথে সাবেক ইউপি সদস্য শুকুর প্রামানিক গ্রুপের এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৫ বাড়ি, ৪ দোকান, ১টি তেল মিল ও শেখ রাসেল স্মৃতি সংসদে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। এ হামলা সংঘর্ষের সময় পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রাণ ভয়ে ছুটে পালায়।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে শাহজাদপুর, উল্লাপাড়া, বেড়া, সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আল মাহমুদ (৪০), আলতাব হোসেন (৩৫), নজরুল ইসলাম (২৭), আব্দুল লতিফ (৫২), শুকুর মেম্বার (৬৫), ফারুক হোসেন (৩০), কামাল হোসেন (৩৬), সেলিম (৪০), সাদ্দাম হোসেন (২৪), আব্দুস সালাম (৩৭), জিন্না (৩৫), শাহিন প্রামানিক (৪০), মনি (৩৮), শাকিল (১৭), আব্দুল মতিন ব্যাপারী (৫০), নজরুল ইসলাম (৪৫), জাহিদ হোসেন (২২), আনসার আলী প্রামানিক (৫০), জুয়েল প্রামানিক (৩৫), শামছুল আলম (৪৫), আশরাফুল ইসলাম (৪০), তৌহিদ (৩৫), খেজাবত প্রামানিক (৫০), নজির হোসেন (৫০) প্রমুখ।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কৈজুরী বাজার শ্যালো ঘাট থেকে ঈদের ফিরতি যাত্রী নিয়ে ঢাকাগামী ইঞ্জিন চালিত শ্যালো নৌকা থেকে সাইফুল চেয়ারম্যান গ্রুপের মারফত, মতিন, আনসার, ও রেজাউল গং ২০০ টাকা থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

শুকুর মেম্বর গ্রুপের ফারুক, কালাম, সেলিম, সাদ্দাম, নজরুল এ চাঁদাবাজির প্রতিবাদ ও বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের প্রায় ৫ শতাধিক কর্মী সমর্থক লাঠি, ফাঁলা, হলঙ্গা, টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে। ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ, ৫ বাড়ি, ৪ দোকান, ১ তেল মিল ও শেখ রাসেল স্মৃতি সংসদে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুকুর প্রামানিক গ্রুপের জিন্না ও এ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী জানান, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন বেশ কিছুদিন হলো ক্ষমতার প্রভাব খাটিয়ে কৈজুরী হাট-বাজার শ্যালো ঘাট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঈদ বখরার নামে চাঁদাবাজি করে আসছিল। সর্বশেষ ফিরতি ঢাকাগামী যাত্রীবাহী শ্যালো নৌকা থেকে চাঁদাবাজি করার প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়।

অপরদিকে সাইফুল চেয়ারম্যানের ভাই কৈজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাষ্টার জানান, শ্যালো নৌকা মালিকরা খুশি হয়ে আমাদের লোকজনদের মিষ্টি খাওয়ার জন্য ২০০ টাকা বকশিষ দেয়। শুকুর মেম্বার গ্রুপের লোকজন এ বকশিষ না পেয়ে ক্ষুব্ধ হয়ে আমাদের লোকজনের উপরে হামলা ও মারপিট করে। এর প্রতিবাদ করায় তারা লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে আমাদের লোকজনদের আহত করে। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চলছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার এস আই বানী ইসরাইল ও এস আই দুলাল হোসেন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। আবারও হামলা ও সংঘর্ষের আশঙ্কায় কৈজুরী বাজার এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। বাজারের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

(এআরপি/পিএস/জুলাই ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test