E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় কলেজ ছাত্রী অপহৃত, প্রতিবাদ সমাবেশ

২০১৪ মে ২১ ১৩:১৫:১৬
লোহাগড়ায় কলেজ ছাত্রী অপহৃত, প্রতিবাদ সমাবেশ

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত লুটিয়া গ্রামের একজন কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতের মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই। এদিকে,অপহৃত ওই কলেজ ছাত্রীকে দ্রুত উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউপির লুটিয়া গ্রামের সুধীন ঘোষের মেয়ে ও ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির কম্পিউটার বিভাগের প্রথম বর্ষের ছাত্রী কান্তা ঘোষ(১৭) গ্রীস্মকালীন ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন গত শনিবার (১৭ মে) সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী দিঘলিয়া গ্রামের খালচর এলাকার মৃত তিলাব শেখের বখাটে ছেলে এবাদুল শেখ (২৫)’র নেতৃত্বে একদল দূর্বৃত্ত ফিল্মী স্টাইলে কান্তাকে কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। কান্তার মা কাজল রাণী ঘোষ অপহরণের ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য শেখ ফিরোজ আলমসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও কান্তার কোন সন্ধান পাওয়া যায়নি। অপহরণের ঘটনায় গত রবিবার (১৮ মে) কান্তার মা কাজল রাণী বাদি হয়ে অভিযুক্ত এবাদুল শেখ, তার দু’ভাই মিজানুর ও মনিরুল এবং ভাবি হাসনু বেগমসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১৬, তারিখ-১৮-০৫-১৪।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার উপ পরিদর্শক মহসীন হালদার বলেন, অপহৃত কান্তাকে উদ্ধার ও এ ঘটনায় জড়িত আসামীদের আটকের জন্য চেষ্টা চলছে।

অপহৃত কান্তার মা কাজল রাণী ঘোষ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, অপহরণকারীদের নামে থানায় মামলা করার পর তারা সোমবার (১৯ মে) আমার মোবাইলে ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। মামলা তুলে না নিলে তাকে হত্যা করা হবে বলে জানানো হয়। মধ্যবয়সী কাজল রাণী ঘোষ কান্না জড়িত কন্ঠে আরও বলেন, ‘আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। ওরা আমার মেয়েটাকে দিয়ে দিলেই আমি ভারতে চলে যাবো’।

এদিকে, অপহৃত ওই কলেজ ছাত্রীকে দ্রুত উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লুটিয়া ও চর দিঘলিয়া গ্রামবাসী মঙ্গলবার বিকালে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

লুটিয়া বড়ঘাট সার্বজনীন রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে রামপ্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভক্তপ্রসাদ ঘোষ, শ্যামল ঘোষ, ইউপি সদস্য শেখ ফিরোজ আলম, রনজিত ঘোষ, শ্রমিক নেতা পলাশ ঘোষ, শিক্ষক রিপন ঘোষ প্রমুখ। বক্তারা সমাবেশে অপহৃত কলেজ ছাত্রী কান্তাকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সুভাশ বিশ্বাস মুঠোফোনে বলেন, কান্তাকে উদ্ধার এবং এর সাথে জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে।


(আরএম/অ/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test