E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

২০১৫ জুলাই ২৬ ১৪:৩৯:২০
গোপালগঞ্জে ৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, বন-বিভাগ ও কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় বৃক্ষমেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর খোন্দকার নাসির উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা কৃষি-সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কৃষ্ণ মল্লিক, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় ২০টি স্টলে বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা প্রদর্শিত হচ্ছে।

(এমএইচএম/এএস/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test