E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করিমগঞ্জে ইন্ডাষ্ট্রি স্থাপনের দাবিতে মানববন্ধন

২০১৫ জুলাই ২৬ ১৬:২৩:৩১
করিমগঞ্জে ইন্ডাষ্ট্রি স্থাপনের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : করিমগঞ্জের আয়লায় জেসি চারকল ইন্ডাষ্ট্রি স্থাপনের দাবীতে সহস্রাধিক কৃষক ও জনতা মানববন্ধন করে উপজেলা প্রশাসনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে আয়লা গ্রামের সহস্রাধিক জনতার আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, করিমগঞ্জ পৌরসভার আয়লা এলাকায় শিল্পপতি এরশাদ উদ্দিন জেসি চারকল ইন্ডাষ্ট্রি নামে প্রতিষ্ঠানটি স্থাপিত হলে অত্র এলাকার বেকার সমস্যার সমাধান হবে। এতে স্থানীয় কৃষকদের পাট চাষ করে তা ন্যায্য মুল্য বিক্রি করে লাভবান হবে। আর এ পাট কাঠি রপ্তানী করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে।

জেসি চারকল ইন্ডাষ্ট্রি অত্যাধুনিক মেশিনারীর মাধ্যমে পরিবেশ বান্ধব চারকল কারখানা স্থাপন করবে। সরকার রপ্তানীমুখী শিল্প স্থাপনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করছে।পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গঠন করা হলে স্থানীয়দের কোন আপত্তি নেই। প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত স্থাপনের জন্য এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। মানববন্ধনশেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।

প্রশাসনের পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন উপজেলা কৃষি অফিসার মো.শাহীনুল ইসলাম। সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো.রুস্তম আলী, বঙ্গবন্ধু পরিষদের করিমগঞ্জ শাখার সভাপতি মো.মাহফুজুর রহমান,সাধারন সম্পাদক আ.জব্বার গোলাপ, বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলামসহ সহস্রাধিক জনতা স্বাক্ষরিত স্মারকলিপিটির অনুলিপি এছাড়াও কৃষিমন্ত্রী, স্থাস্থ্য মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রণালয়,জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা স্থাস্থ্য প্রশাসক, পৌর মেয়র বরাবরেও প্রদান করা হয়েছে।

(পিকেএস/এএস/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test