E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

২০১৫ জুলাই ২৬ ১৭:৩৭:০১
বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নতুন করে কোন কর আরোপ ছাড়াই রবিবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ২০১৫-১৬ অর্থ বছরের ৪২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নগর ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিটি মেয়র আহসান হাবিব কামাল প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

মেয়র তার বক্তব্যে বলেন, নগরীকে আধুনিক নগরীতে পরিনত করতে বর্তমান পরিষদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বাজেট ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কে.এম. শহীদুল্লাহ, তাসলিমা শরীফ পলি, মোশারফ হোসেন বাদশা, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার দাসসহ কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।

সূত্র মতে, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ঘোষিত ১২টি উন্নয়নমুলক প্রকল্পের কাজ দীর্ঘদিন থেকে মন্ত্রণালয়ে ফাইলবন্দি রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও অর্থবরাদ্দ না পাওয়ায় ৮০কোটি টাকা ব্যয়ের উন্নয়নমুলক কাজগুলো সম্প্রসারিত হয়নি।

উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো-সিটি কর্পোরেশন অবকাঠামো নির্মান ও সৌন্দর্য বর্ধন প্রকল্পের জন্য ১০কোটি টাকা, জেল খাল-সাগরদী খাল-লাকুটিয়া খালসহ বেশ কয়েকটি খালের সংস্কারের জন্য ১০কোটি টাকা, নিম্নাঞ্চল ও বস্তি এলাকাগুলোতে ড্রেনেজ নির্মানে ৫ কোটি টাকা, সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার রাস্তা প্রশস্ত ও সংরক্ষন কাজের জন্য ১০ কোটি টাকা। এবারের বাজেটেও নগরীর খালগুলো পুনঃ উদ্ধার, সংস্কার ও জলাবদ্ধতা দূর করার জন্য ২টি প্রকল্পে ১১৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ব্যয় ধরে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও বাজেটে ঘোষণায় উল্লেখ করা হয়। এবারের বাজেটে পূর্বের বাজেটের চেয়ে ইছাকাটিতে ১ একর জমির উপর ২ কোটি টাকা ব্যয়ে বৃদ্ধাশ্রম নির্মান ও তৃতীয় লিঙ্গ হিজড়াদের জন্য পুর্ণবাসন কেন্দ্র নির্মাণ করার জন্য ২টি নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। তবে উচ্চ বিলাসী ঘোষিত বাজেটের উন্নয়ন মুলক কাজগুলো শেষ পর্যন্ত সম্পন্ন করা হবে কিনা তা নিয়ে নগরবাসীর মাঝে সংশয় থেকেই যাচ্ছে।

(টিবি/এএস/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test