E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে সহকর্মী শ্রমিক হত্যার দায়ে একজনের ফাঁসি

২০১৫ জুলাই ২৬ ১৮:২৪:২৭
গাজীপুরে সহকর্মী শ্রমিক হত্যার দায়ে একজনের ফাঁসি

নিজস্ব প্রাতবেদক, গাজীপুর : সহকর্মী শ্রমিক হত্যার দায়ে অপর এক শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক রবিবার এ আদেশ প্রদান করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবদুল হালিম (২৬) বগুড়া জেলার সোনাতলা উপজেলার সোনার পটল গ্রামের মাসুম মণ্ডলের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার জয়সেন গ্রামের শাহ আলমের ছেলে মো. মাসুদ মিয়া (১৬) গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের হানিফ স্পিনিং মিলে চাকরি করতেন। ২০১১ সালের ১৬ মার্চ মিলের গ্রাউন্ড এয়ার রিটার্ন ডাষ্টের ভিতর থেকে মাসুদের জবাই করা এবং গলায় রশি প্যাচাঁনো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা শাহ আলম বাদি হয়ে ওইদিন কালিয়াকৈর থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মৌচাক পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই মো. সাইফুল আলম ওই মামলায় সন্দেহবশত নিহত মাসুদের সহকর্মী আব্দুল হালিমকে গ্রেপ্তার করেন। হালিম জিজ্ঞাসাবাদে মাসুদকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে। তদন্ত শেষে ওই বছরের ১৪ মে আব্দুল হালিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

দীর্ঘ শুনানী ও ১১জন স্বাক্ষীর স্বাক্ষ্য শেষে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিবার দুপুরে মামলার রায় ঘোষনা করেন। আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দোষি সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

(এসএএস/এএস/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test