E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২০১৫ জুলাই ২৬ ১৮:৪০:৪১
কাপাসিয়ায় সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া উপজেলা সদরের সূর্য্যনারায়নপুর মুচিবাড়ি এলাকায় আজ রবিবার দুপুরে সিএনজি-যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা সহ সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু এবং সিএনজি ড্রাইভার সহ অপর ২যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সকলেই উপজেলার হাইলজোর গ্রামের এবং তারা পরস্পর নিকট আত্মীয়।

নিহতরা হলেন ইউনুসের স্ত্রী রাশিদা বেগম (৪০) তার আত্মীয় মোশারফ হোসেনের পুত্র আরিফ (৩০)। আহতরা হলেন রাশিদার পুত্র মোমেন (২০) ও আউয়ালের পুত্র সিএনজি ড্রাইভার কবির হোসেন (২৫)কে মুমুর্ষ অবস্থায় দুই যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি পুলিশ নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়. কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী অনন্যা পরিবহনের দ্রুতগামী বাসটি বেপরোয়া গতিতে মোড়ের মধ্যে ওই স্থান অতিক্রম করার সময় বিপরীত দিকের গাজীপুর থেকে কাপাসিয়া গামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় সিএনজিটি যাত্রীসহ ধুমড়ে মুচড়ে সড়কের পাশের্^ উল্টে যায়। ঘটনাস্থলে ২জন মারা যায়। নিহত রাশিদার ভাই আক্রাম হোসেন জানান, তার বোন সকালে হাইলজোর থেকে সিএনজি ভাড়া নিয়ে গাজীপুর থেকে পাওনা টাকা আনতে যায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর পর এলাকাবাসী সিএনজির যাত্রীদের উদ্ধার অনন্যা পরিবহনের বাসটিকে আটক করলেও ঘাতক ড্রাইভার বাসটিকে ফেলে পালিয়ে যায়।

উল্লেখ্য, কাপাসিয়া কিশোরগঞ্জ রোডে অনন্যা পরিবহনের বাসগুলি বেপরোয়া ভাবে চালানোর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে বলে এলাকাবাসী আভিযোগ করেন।

(এসকেডি/এএস/জুলাই ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test