E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় উল্টো রথযাত্রা উদযাপিত

২০১৫ জুলাই ২৭ ১১:২৯:৪৪
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় উল্টো রথযাত্রা উদযাপিত

সাতক্ষীরা প্রতিনিধি : পাকিস্তান একটি সাম্প্রদায়িক রাষ্ট্র । তাই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু শেখ মুজিবের আহবানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছিল। এরপর থেকে হিন্দু সম্প্রদায়ের বারো মাসে তের পার্বন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে গেছে। এ ধারা আজো বিদ্যমান।

এখনো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এ দেশকে পাকিস্তান বানাতে সচেষ্ট রয়েছে। তাদের অপচেষ্টা ব্যর্থ করতে বছরের ৫ জানুয়ারি এ দেশের হিন্দু সম্প্রদায়ের বড় অংশের মানুষ বুলেট ও বোমা উপক্ষো করে গণতন্ত্রকে সমুন্নত রাখতে ভোট কেন্দ্রে যেয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে অন্যতম ভূমিকা পালন করেছে। তারই ফলস্বরুপ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতির মত বেশ কিছু দায়িত্বশীল পদে সংখ্যালঘুদের মর্যাদার আসন দিয়ে অলংকৃত করেছে বর্তমান সরকার। মসজিদের সঙ্গে সঙ্গে মন্দির নির্মান ও সংস্কারে এ সরকার যথেষ্ট ভূমিকা রাখছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তাই দেশ ত্যাগ করে নয়, এ দেশের সন্তান হিসেবে মৌলবাদিদের বিরেুদ্ধে সোচ্চার হয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধশালি করে গড়ে তুলতে সংখ্যালঘুদের ভূমিকা রাখতে হবে।

রোববার বিকেল ৫টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এসব কথা বলেন।

জয়মহাপ্রভু সেবক সংঘের আয়োজনে সংগঠণের সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য গোষ্ট বিহারী মণ্ডল, জেলা মন্দির সমিতির আহবায়ক জিতেন্দ্র নাথ ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি মঙ্গল কুমার পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, জয় মহাপ্রভু সেবক সংঘের সহসভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব নিত্যানন্দ আমিন, জয়মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাঃ সুশান্ত কুমার ঘোষ, সংগঠণের জেলা শাখার উপদেষ্টা ডাঃ প্রমান্ত কুমার কুণ্ডু,
আলোচনা সভা শেষে প্রধান অতিথি রথযাত্রা র‌্যালির উদ্বোধন করেন।
পরে মায়ের বাড়ি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো মায়ের বাড়িতে ফিরে আসে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়মহাপ্রভু সেবক সংঘের সাধারন সম্পাদক রঘুজিৎ গুহ।

এর আগে সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি কাটিয়া মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এ ছাড়া সদর উপজেলার ধুলিহর, ঝাউডাঙা, কলারোয়ার সোনাবাড়িয়া, সরসকাটি, কালীগঞ্জের চম্পাফুল কালীবাড়ি, গোবিন্দকাটি, শ্যামনগরের বাদঘাটা, তালার গোপালপুর, দেবহাটার পারুলিয়া ও আশাশুনির বড়দলসহ বিভিন্ন স্থানে উল্টো রথযাত্রা উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

(এএফবি/এসসি/জুলাই২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test