E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর মহানগর ওলামালীগের সম্মেলন

২০১৫ জুলাই ২৭ ১১:৪৭:৪৫
গাজীপুর মহানগর ওলামালীগের সম্মেলন

গাজীপুর  প্রতিনিধি :মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আকম মোজাম্মেলক এমপি বলেছেন, দেশে শিগগিরই একটি আরবী বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। সে লক্ষ্যে কাজ চলছে। সরকার কওমী মাদ্রাসাকেও স্বীকৃতি দিতে যাচ্ছে। তিনি রবিবার সন্ধ্যায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর ওলামা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, যারা শান্তির ধর্ম ইসলামের অপব্যবহার করে দেশে অশান্তি ও বিশৃংখলা সৃষ্টি করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। ইসলামে সন্ত্রাস ও নৈরাজ্যের কোন স্থান নেই।

গাজীপুর মহানগর ওলামা লীগের আহবায়ক মাওলানা মোঃ শাহীন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. এ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, কেন্দ্রীয় ওলামা লীগের সভাপতি নূর মোহাম্মদ আহাদ আলী সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোঃ ওমর ফারুক, গাজীপুর বারের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক প্রমুখ।

পরে মাওলানা মোঃ শাহীন মুন্সিকে সভাপতি, মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক ও আবু বকর ছিদ্দিককে সাংগঠনিক করে ৭১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর ওলামালীগের কমিটি ঘোষণা করা হয়।


(এসএএস/এসসি/জুলাই২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test