E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লক্ষ্মীপুরে দু’দিন বিদ্যুৎবিহীন, চরম দুর্ভোগে মানুষ

২০১৫ জুলাই ২৭ ১৬:১৮:৫২
লক্ষ্মীপুরে দু’দিন বিদ্যুৎবিহীন, চরম দুর্ভোগে মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি :ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গত দু’দিন ধরে লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিচ্ছিন্ন রয়েছে পল্লী বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ না থাকায় হাজার হাজার গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়াও সদর উপজেলার চরশাহী, হাজিরপাড়া, মান্দারী, দত্তপাড়া, পাবর্তীনগর ইউনিয়নে বিদ্যুৎ নেই। এসব উপজেলার বিভিন্ন স্থানে খুঁটি ভেঙ্গে ও তার ছিড়ে পল্লী বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতার হোসেন হাওলাদার ও আকম রুহুল আমিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয় নিচ্ছিত করে বলেন, বিদ্যুৎ সংযোদ দ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। এসব এলাকার বিদ্যুৎ না থাকায় ছেলে মেয়েদের লেখাপড়া ব্যাঘতসহ পৌর শহরের পানির সমস্য স্থানীয়বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছে।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস হতে জানা যায়, গত রোববার ভোর থেকে সোমবার দুপুর জন্য জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূণিঝড়ের কবলে পড়ে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎতের বেশে কয়েকটি খুঁটি উপড়ে ও ভেঙ্গে পড়ে বিদ্যুৎ লাই ছিড়ে যায়। এ কারণে সদর উপজেলার কিছু ইউনিয়নেরসহ রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। সকাল থেকেই এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ নির্মানের কাজ শেষ না করায় বিদ্যুৎ সংযোগ দেওয়া এখন সম্ভব হয়নি। স্থানীয় কার্যালয়ের জনবল দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কয়েদ দিন সময় লাগতে পারে।

আনোয়র ও দেলোয়ারসহ কয়েকজন গ্রাহক জানান, গত দু’দিন ধরে বিদ্যুৎ না থাকায় অসংখ্য বাসাবাড়ীর ফ্র্রিজে রাখা মাছ, মাংস, ফলমূল পচে নষ্ট হচ্ছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। বাসাবাড়ীতে পোর সভার লাইনের পানির নেই। দ্রুত লাইন মেরামত না করলে অসহনিয় অবস্থার সৃষ্টি হবে।

রায়পুর ও রামগঞ্জ পৌরসভা পানি সরবরাহ শাখা সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরে বিদ্যুৎ না থাকার কারণে ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ফলে গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা যাচ্ছে না। এতে পৌরসভার হাজার হাজার মানুষ পানির কষ্টে ভুগছেন।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শাহজাহান কবির জানান, বিদ্যুৎতের নতুন খুঁটি স্থাপন ও লাইন মেরামতের কাজ চলছে। আগামী কাল মোঙ্গলবারের মধ্যে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

(এমআরএস/এসসি/জুলাই,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test