E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় ঝুঁকিপূর্ণ গ্যাসের পাইপলাইন

২০১৫ জুলাই ২৭ ২০:১৭:০৩
মুক্তাগাছায় ঝুঁকিপূর্ণ গ্যাসের পাইপলাইন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে মুক্তাগাছা পৌর এলাকায় ঝুঁকিপূর্ণভাবে চলছে পাইপলাইনের গ্যাস সরবরাহ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের পাইপলাইনের অনেক জায়গায় দীর্ঘদিন ধরে লিকেজ বা ফুটো দেখা দিয়েছে। ফুটো দিয়ে বের হওয়া গ্যাসে যেকোন মুহূর্তে অগ্নিকাণ্ড ঘটার আশঙ্কা রয়েছে।

চলতি বর্ষা মৌসুমে শহরের আটানী বাজার রোড, সারপট্রি, মেইন রোড দরগারপাড়, ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর সড়কের পাশের ফরেস্ট অফিস সংলগ্ন বিভিন্ন স্থানে জলাবদ্ধার সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধ স্থানে গ্যাস সঞ্চালন পাইপলাইনের লিকেজ বা ফুটো দিয়ে অনবরত বুদবুঁদিয়ে গ্যাস নির্গত হচ্ছে। রাস্তার পাশ দিয়ে চলাচলকারী পথচারীদের দিয়াশলাইয়ের কাঠি ও ম্যাচের মাধ্যমে আগুন জ্বালিয়ে সিগারেট খেতে দেখা যায়। এতে যে কোন মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা। ফুটো দিয়ে অনবরত নির্গত হওয়ায় গ্যাসের অপচয় হচ্ছে।

ময়মনসিংহ শিকারীকান্দাস্থ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ডিজিএম (বিক্রয়) জানান, সমস্যার সমাধানকল্পে পদক্ষেপ নেয়া হবে।

(এমডি/পিএস/জুলাই ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test