E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একরামুলের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়

২০১৪ মে ২১ ১৪:৩৭:১১
একরামুলের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়

ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যার ঘটনাকে পরিকল্পিত ও ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার একরামুলের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। ‘৭১ সালেও একজন জনপ্রতিনিধিকে এভাবে খুন করা হয়নি। খুনি যেই হোক তাকে ছাড়া হবে না। এ মুহূর্তে কারো ওপর দায় চাপাতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, অশান্ত থেকে ফেনী এক সময় শান্ত হয়েছিল। কিন্তু এখন আবার ফেনীকে অশান্ত করে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বালিয়ে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি একরামুলের পরিবার ও ফেনীবাসীর প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ড এবং ফেনীর একরামুল চেয়ারম্যান হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।
বিএনপি নেতা মির্জা ফখরুলের নাম উল্লেখ না করলেও বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। ২১ আগস্ট গ্রেনেড হামলার পরও বিএনপি নেতৃবৃন্দ অনেক আজগুবি কথা বলেছিলেন। তদন্তে সব বেরিয়ে এসেছে। ফেনীতেও তদন্তে প্রকৃত খুনিদের শনাক্ত করা কঠিন হবে না।

(ওএস/এএস/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test