E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে অধিবাসীদের জন্য তথ্য প্রযুক্তি সেবাকেন্দ্র চালু

২০১৫ জুলাই ২৮ ১৪:৪৬:১৯
বরিশালে অধিবাসীদের জন্য তথ্য প্রযুক্তি সেবাকেন্দ্র চালু

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনীর সুবিধা বঞ্চিত অধিবাসীদের তথ্য প্রযুক্তির সেবা দিতে ডিজিটাল তথ্য প্রযুক্তি সেবা কেন্দ্র চালু করেছে সিটি করপোরেশন।

সোমবার নগর অংশী দারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় (সিডিসি) এ কর্মসূচি শুরু হয়েছে। এসময় সিটি মেয়র আহসান হাবিব কামাল স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটি ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন।

সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা আক্তার জানান, সিটি ডিজিটাল সেন্টারে বাংলা ও ইংরেজী কম্পোজ ও প্রিন্ট, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, ছবি তোলা ও স্ক্যানিং, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল ও নম্বর সিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন আগ্রহীরা।

এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য সিটি ডিজিটাল সেন্টার ভাড়া দেয়া এবং দেশ-বিদেশে অবস্থানরতদের সঙ্গে এই সেন্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্য আদান-প্রদান ও কথা বলতে পারবেন আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনীর সুবিধা বঞ্চিতরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ওএস/এলপিবি/জুলাই ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test