E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১১৪ তম জন্মবার্ষিকী পালিত

২০১৫ জুলাই ২৮ ১৭:৩৪:৩৭
দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১১৪ তম জন্মবার্ষিকী পালিত

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি :টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ১১৪তম জন্মদিন আজ

১৯০১ সালের এই দিনে তিনি কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র আড়াই বছর বয়সে পিতা কালী কুমার সিংহের মৃত্যু হলে সহায়-সম্বলহীন হয়ে ঢাকায় তার মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরেন সিংহের বাড়িতে থাকেন। মণি সিংহের মা সরলা দেবী ছিলেন তত্কালীন ময়মনসিংহ জেলার সুসঙ্গ দুর্গাপুরের জমিদারদের বড় বোন। ২শ’ বছরের ব্রিটিশ শাসনের জিঞ্জির থেকে উপমহাদেশকে মুক্ত করার সংগ্রামে অসহযোগ খেলাফত আন্দোলনে যারা সামনের সারিতে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে কমরেড মণি সিংহ অন্যতম।

১৯৪৫ সালে নেত্রকোনায় অনুষ্ঠিত নিখিল ভারত কৃষাণ সভার সম্মেলনে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি ছিলেন সম্মেলনের অন্যতম প্রধান সংগঠক। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে পূর্ণ গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজের আদর্শকে যারা সামনে এনেছেন মণি সিংহ তাদের একজন। ১৯৬১ সালে নভেম্বর মাসে পাকিস্তানের মার্শাল’র বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার দৃষ্টিভঙ্গি থেকে আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টির ভেতরে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিক জহুর হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান (তখনও তিনি বঙ্গবন্ধু হননি), দৈনিক ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমরেড মণি সিংহ ও খোকা রায়। স্বাধীনতার পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত পার্টির দ্বিতীয় কংগ্রেসে মণি সিংহ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন।

১৯৮৪ সালের ২৩ ফেব্রুয়ারি কমরেড মণি সিংহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ৮৪ বছর বয়স পর্যন্ত সক্রিয়ভাবে তিনি পার্টির দায়িত্ব পালন শেষে ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এই মহান নেতার ১১৪তম জন্মদিন উপলক্ষে দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে— মহান নেতার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নৃ -তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক বর্ষীয়ান নেতা দূর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র শ,ম, জয়নাল আবেদীন, কমরেড মণি সিংহের একমাত্র পুত্র সিপিবি‘র কেন্দ্রিয় কমিটির নেতা ডাঃ দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সিপিবি সভাপতি ডা. সোহরাব হোসেন, সম্পাদক আলকাছ উদ্দিন মীর প্রমুখ।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

(এনএস/এসসি/জুলাই ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test