E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পথহারা শিশু দুটি ফিরে গেল মায়ের কাছে

২০১৫ জুলাই ২৮ ১৯:০১:৪৬
পথহারা শিশু দুটি ফিরে গেল মায়ের কাছে

সাতক্ষীরা প্রতিনিধি : যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালি গ্রাম। এ গ্রামের  ইউনুছ আলী স্ত্রী কুলসুমসহ তার দু’ শিশু জমির হোসেন (১০) ও জামিরুল ইসলামকে রেখে অন্য এক নারীর সঙ্গে বিয়ে করে ছয় মাস আগে ভারতে পাড়ি দেন।

সন্তানদের ভরণপোষণ দিতে না পেরে মা দু’ শিশু সন্তানকে তিন মাস আগে ভর্তি করিয়েছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা হাফিজিয়া মাদ্রসায়। মাকে ছেড়ে থাকতে তাদের বড়ই কষ্ট হচ্ছিল সেখানে। অবশেষে রবিবার বিকেলে মাদ্রসা কর্তৃপক্ষের চোখ এড়িয়ে তারা পায়ে হেঁটে পাড়ি জমায় বাড়ির উদ্দেশে। ৪৮ ঘন্টারও বেশি সময় পথে পথে থাকার পর বেসরকারি সংস্থা স্বদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা সদর থানা মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে তাদের মা ও নানীর কাছে হস্তান্তর করে।

শিশু দুটি জানায়, বাবার অবর্তমানে মাকে ছেড়ে তাদের খুব কষ্ট হচ্ছিল। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলেও কোন লাভ হয়নি। একপর্যায়ে গত রবিবার দুপুরে তারা অজানার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বেরিয়ে পড়ে । কাছে কোনো টাকা না থাকায় তারা পায়ে হাঁটতে থাকে । সন্ধ্যায় অচেনা এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় শিশু দুটি ।

সোমবার ভোরে তারা আবারও সাতক্ষীরা অভিমুখে হাঁটতে থাকে । সন্ধ্যায় তাদেরকে ক্রন্দনরত অবস্থায় সাতক্ষীরা জেলা কারাগারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । সেখান থেকে ইসমতআরা নামের এক এনজিও কর্মী তাদেরকে পরম স্নেহে নিয়ে আসেন কাটিয়া আমতলার বেসরকারি সংস্থা স্বদেশ কার্যালয়ে । স্বদেশ পরিচালক মাধব দত্ত শিশু দুটির নিরাপত্তার স্বার্থে খাওয়া দাওয়া করানোর পর রাতেই তুলে দেন সাতক্ষীরা সদর থানায়।

এদিকে খবর পেয়ে দুই সহোদরের মা কুলসুম ও নানী শাহিদা খাতুন মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় চলে আসেন । একই সাথে আসেন ডুমুরিয়ার গোলনা হাফিজিয়া মাদ্রাসার সুপার আতাহার হোসেন ও পরিচালক সরওয়ার হোসেন খান ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ জানান, তাদেরকে তাদের মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে ।

(আরকে/এএস/জুলাই ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test