E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালা-কলারোয়ার ৪০টি গ্রামের পানিবন্দি প্রায় পাঁচ হাজার পরিবার

২০১৫ জুলাই ২৯ ১৩:৪৮:৩৪
তালা-কলারোয়ার ৪০টি গ্রামের পানিবন্দি প্রায় পাঁচ হাজার পরিবার

সাতক্ষীরা প্রতিনিধি: লোকালয়ে বর্ষার পানি, কপোতাক্ষের উপচে পড়া পানি ও বাঁধ ভেঙে সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার পানিবন্দি ৪০টি গ্রামের চার হাজার ৮৫০টি পরিবারের জন্য ১৪ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার স্ব-স্ব উপজেলা প্রশাসনের মাধ্যমে এ চাল বরাদ দেওয়া হয়।

এদিকে প্রতিদিন বর্ষা অব্যহত থাকায় এ পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহফুজ আহম্মেদ জানান, তালায় তিন হাজার ৫০০ পরিবারের জন্য ১০ মেট্রিকটন চাল জেলা ত্রান অফিস থেকে বরাদ্ধ পাওয়া গেছে। দু’ এক দিনের মধ্যেই ওই চাল হাতে পাওয়ার পর সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হবে।

কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান বলেন, কলারোয়ার ১৩৫০ পরিবারের জন্য সরকারি ভবে চার মেট্রিক টন চাল বরাদ্ধ করা হয়েছে। মঙ্গলবার ওইসব চাল বিতরণ করা হয়েছে।

(আরকে/এলপিবি/জুলাই ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test