E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে তীব্র তাপদাহে বৃষ্টি কামনায় নামাজ আদায়

২০১৫ জুলাই ৩১ ১৪:৪০:২৪
পঞ্চগড়ে তীব্র তাপদাহে বৃষ্টি কামনায় নামাজ আদায়

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে প্রচণ্ড খরা আর তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ বৃষ্টি কামনায় ইসতেস্কার নামাজ আদায় করেছেন।

শুক্রবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পঞ্চগড় পৌরসভা এ ইসতেস্কার নামাজের আয়োজন করে।

নামাজে মুসল্লিরা আল্লাহর রহমত কামনা করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। এ নামাজে ইমামতি করেন পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম আব্দুল করিম।

নামাজে পৌর মেয়র মো. তৌহিদুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ অংশ নেয়।

নামাজ শেষে মুসল্লিরা দুই হাত উল্টো করে ধরে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে কান্নায় ভেঙে পড়েন।

গত এক মাসের অনাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। সেইসঙ্গে তীব্র খরতাপে নষ্ট হতে বসেছে কৃষি প্রধান এ এলাকার আমনের আবাদ। যার প্রভাব পড়ছে অন্যান্য ফসলে।

(ওএস/এএস/জুলাই ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test