E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক বিতরন

২০১৫ আগস্ট ০২ ১৪:১৫:০৬
সিরাজগঞ্জে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক বিতরন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল পোষাক বিতরন ও স্কুল কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের ধানবান্ধিস্থ বিদ্যালয় কার্যালয়ে অনুষ্ঠিত এ পোষাক বিতরন ও স্কুল কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক এবং উজ্জল ফ্লাওয়ার মিলের পরিচালক ফেরদৌস আলম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তাজমীনা বেগমের সভাপতিত্বে এ সময় অন্যন্যদের মধ্যে পরিচালনা কমিটির উপদেষ্টা জাহাঙ্গীর আলম রতন, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক খ. ম রকিবুল হাসান রতন, অর্থ বিষয়ক সম্পাদক ও এসএটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বিদ্যালয়ের মোট ৫০ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর মধ্যে ১ম পর্যায় ২৬জন ছাত্র-ছাত্রীর মাঝে নিজ উদ্যোগে স্কুলের পোষাক বিতরন করেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক এবং উজ্জল ফ্লাওয়ার মিলের পরিচালক ফেরদৌস আলম এবং রফিকুল ইসলাম দুলাল। পরে বিদ্যালয়ের এক মাসিক সভা অনুষ্ঠিত হয়।

(এসএস/এলপিবি/আগস্ট ২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test