E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

২০১৫ আগস্ট ০২ ১৫:১২:০৯
তাড়াশে ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গতকাল রোববার তাড়াশ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ- ৩ তাড়াশ-রায়গঞ্জ ও সলংগা আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন।

“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এই প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে তাড়াশে র‌্যালি আলাচনা সভা ও বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপি কৃষি মেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, বগুড়া অঞ্চলের কৃষিবিদ ড. এস এম আবুল হোসেন, সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ওমর আলী শেখ, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক, তাড়াশ ডিগ্রী কলেজের ভাইসপ্রিন্সিপাল ডেইজি মিলন, উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম জ্যোতি মাস্টার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি তাড়াশ অডিটোরিয়ামে স্থাপিত কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন। বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি নির্ভশীল একটি দেশ। বিশ্বের ৪০টি দেশে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানী করা হয়। বেশী করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিতে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে করে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

(এমএমএইচ/এলপিবি/আগস্ট ২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test