E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে ডাকাত সর্দার মিয়ারুল ক্রসফায়ারে নিহত

২০১৫ আগস্ট ০২ ১৫:২৬:৫৫
মেহেরপুরে ডাকাত সর্দার মিয়ারুল ক্রসফায়ারে নিহত

মেহেরপুর প্রতিনিধি : পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মেহেরপুর সদর উপজেলার কোমরপুর গ্রামের চিহিৃত ডাকাত সর্দার মিয়ারুল নিহত হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার রাজনগর দিনদত্ত ব্রীজের কাছে অস্ত্র উদ্ধার করতে গেলে পুলিশের সাথে তা বাহিনীর লোকজনের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মিয়ারুল নিহত হয় এবং ৫ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা, অস্ত্র, গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করেছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, শনিবার সকাল ১০টার দিকে তার নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশ সদর উপজেলার পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তী অনুযায়ী শনিবার দিবাগত মধ্যরাতে রাজনগর দীনদত্ত ব্রীজের নিকট অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় মিয়ারুল বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মিয়ারুল গুলিবিদ্ধ হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মেহেরপুর সদর থানা পুলিশের এস আই আহসান উল্লাহ, এ এস আই অর্জুন, আব্দুল হকসহ ৫ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনা স্থল থেকে ১টি এলজি শাটারগান, ৪টি হাত বোমা, ৩ রাউন্ড গুলিসহ দেশি কিছু অস্ত্র উদ্ধার করেছে।
তিনি আরো জানান, নিহত ডাকাত সর্দার মিয়ারুলের বিরুদ্ধে মেহেরপুর সদরসহ ৩ থানায় খুন, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

(ইএম/এএস/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test