E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেঘনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি 

২০১৫ আগস্ট ০২ ১৫:৩২:৪১
মেঘনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি 

লক্ষ্মীপুর প্রতিনিধি : ১২ ঘণ্টা সময়ের ব্যবধানে শনিবার সকাল থেকে বিকাল ৬ টা পর্যন্ত মেঘনা নদীতে ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের ফসলি জমি ও ঘরবাড়িসহ রাস্তাঘাট ডুবে ভাঙ্গন আতঙ্কে রয়েছেন মেঘনা উপকূলীয় এলাকাবাসী।

সিআইপির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শওকত আলী পানি উচ্চতা বৃদ্ধির কথা নিশ্চিত করে বলেন, সকালে মেঘনা নদীতে পানি ছিলে ৩ দশমিক ৮০ সেন্টিমিটার। বিকালে তা বৃদ্ধি পেয়ে হয় ৪ দশমিক ১০ সেন্টিমিটার। যা বিপদসীমা থেকে ১০ সেন্টিমিটার বেশে। পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকার বহু ফসলি জমি পানির নিছে ডুবে গেছে।

রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ১২ ঘণ্টা সময়ের ব্যবধানে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মেঘনা উপকূলীয় স্থানীয় চরইন্দুরিয়া, চরলক্ষ্মী ও কানিবগার গ্রামের লোকজন ফসলি জমি ও ঘরবাড়ি ডুবে যাওয়ায় ভাঙ্গন আতঙ্কে রয়েছেন। গত এক দশক ধরে নদীভাঙ্গনে এসব গ্রামের শত শত ঘরবাড়িসহ প্রায় দুই হাজার একর ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে। এখন ফের একই অবস্থা দেখে নিয়েছে।

(এমআরএস/এএস/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test