E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুর নগর ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

২০১৫ আগস্ট ০২ ১৭:৩৯:৩৪
লক্ষ্মীপুর নগর ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর নগর ক্লিনিকে রবিবার দুপুর ১২টার দিকে নয়ন আক্তার (৩২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় সুস্থ থাকা রোগী মারা গেছে এমন অভিযোগ  এনে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে হামলা চালিয়েছেন। এসময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জন আহত হয়েছেন।

পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত নয়ন আক্তার সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের বশির আহমদের স্ত্রী ।

নিহতের ভাই এরশাদ হোসেন, ভাগিনা শামীম হোসেন জানান, গত ২৩ জুলাই নোয়াখালীর এশিয়া হাসপাতালে নয়ন আক্তারের সন্তান প্রসব হয় । এর ৪ দিন পর প্রসুতি অসুস্থ হলে গত সোমবার তাকে লক্ষ্মীপুরের নগর ক্লিনিকে ভর্তি করান তার পরিবার। রোগী সুস্থ হওয়ার পর দুই দিন আগে তাকে ছাড়পত্র দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নবজাতকের কারণে রবিবার ০২ আগষ্ট পর্যন্ত ওই ক্লিনিকে থাকতে হয় তাদের। গতকাল রাতে প্রসুতি আবার অসুস্থ হলে কর্তব্যরত ডাক্তার তাকে ইনজেকশান ও স্যালাইন পুস করে । এর পর থেকে রোগী ছটফট করতে থাকে। অবশেষে দুপুরে মারা যায় প্রসুতি। এঘটনায় স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠে ক্লিনিকে হামলা চালায়।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক ভুল চিকিৎসায় রোগী মারা যায়নি দাবি করে বলেন, রোগীর প্রেশার বেশী থাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, ডাক্তারের অবহেলায় রোগী মারা গেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। ভুল চিকিৎসায় মারা গেলে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

(এমআরএস/এলপিবি/আগস্ট ২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test