E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বামী ও সন্তানের অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

২০১৫ আগস্ট ০২ ১৯:২৪:২৯

মাগুরা প্রতিনিধি : স্ত্রী ও সন্তানের অধিকার ফিরে পেতে চেয়ে মাগুরা প্রেসক্লাবে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন জান্নাত আরা সোনিয়া নামে এক নারী। সোনিয়া ঝিনাইদহ সদরের হাট গোপালপুর গ্রামের মোঃ গোলাম আলীর মেয়ে। তাসনিন সুলতানা জুই নামে তাদের সংসারে একটি ৪ বছর বয়সের কন্যা সন্তান রয়েছে। 

দুপুরে মাগুরা প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, ২০০৭ সালে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মোঃ হিসাম হোসেন নামে এক যুবকের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে যা ভালবাসায় রূপ লাভ করে। এ সময় হিসাম তাকে ছল চাতুরি করে ভুল বুঝিয়ে মাগুরা শহরের হাজি সাহেব মসজিদের এক ইমামের মাধ্যমে কলেমা পাঠের মাধ্যমে বিয়ে করে। এরপর থেকে হিসামের সঙ্গে তার গোপণে যোগাযোগ ও সম্পর্ক চলতে থাকে। হিসাম তার লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পর তাকে ধুমধাম করে বিয়ে করার আশ্বাস দেয়। এক পর্যায়ে ২০১১ সালে তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মাগুরা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছে। এক পর্যায়ে সোনিয়া আবারো অন্তঃসত্বা হয়ে পড়েন। কিন্তু সম্প্রতি স্বামী হিসাম তাদের কলেমা পড়া বিয়ে অস্বীকার করে তাকে ও তার ৪ বছরের শিশু কন্যা তামনিন সুলতানা জুইকে স্ত্রী ও সন্তানের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু করে। তা টের পেয়ে এ বছর ১৫ জুন মাগুরা শহরের ঢাকার রোডে মওলানা মোহাম্মদ আলীর কাজি অফিসে হিসামের সাথে তার নিকাহ নামার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। পরে গত ৬ জুলাই সোনিয়া তার স্বামীর বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানের অধিকার দাবী করলে সেখান থেকে তাকে মারপিট করে বের করে দেয়া হয়। এ সময় অসুস্থ্য অবস্থায় সোনিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। এ ঘটনায় সোনিয়া মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (মামলা নং-২৭/৪৩৭ তারিখ ০৭.০৭.১৫) করেন।

কিন্তু মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার এসআই সালাউদ্দিন আহমেদ তাকে কোন প্রকার সহায়তা করছেন না। উল্টো প্রভাবশালী হিসামের পক্ষে অবস্থান নিয়েছেন। এ অবস্থায় স্বামী ও সন্তানের অধিকার ফিরে পেতে তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্ঠদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যাপারে তদন্তকারি কর্মকর্তা জানান, মামলাটি এখনো তদন্তাধিন। তিনি নিরপেক্ষভাবেই মামলার তদন্তকাজ এগিয়ে নিয়ে যাবেন।

সোনিয়ার স্বামী হিসাম আহম্মেদের সাথে সাংবাদিক সম্মেলন থেকে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সাথে সাথেই ফোন কেটে দিয়ে বন্ধ করে দেন।

(দিএস/অ/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test