E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, আহত ২

২০১৫ আগস্ট ০২ ২০:৪৩:১৮
কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি, আহত ২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই পরিবারের ২ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রবিবার সকালে দু’জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের উত্তর নারগানা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সুব্রত চন্দ্র দাস (৪০) কয়েক দিন আগে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার রাত ৩টার দিকে মুখোশ পরা ১০-১২ জনের একটি ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্ত্রী ও ২ সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি মোবাইল সেট লুট করে নিয়ে যায় এবং একটি ল্যাপটপ ভেঙ্গে ফেলে। এ সময় বাঁধা দিলে সশস্ত্র ডাকাত দল সুব্রতকে এলোপাতাড়ি কুপাতে থাকে। চিৎকার শুনে পাশের ঘর থেকে ছোট ভাই মিঠুন চন্দ্র দাস (২২) বের হয়ে আসলে ডাকাতরা তাকেও কুপিয়ে আহত করে চলে যায়। পরে প্রতিবেশীদের সহযোগীতায় তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে সুব্রতকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে রবিবার সকালে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আজিজুর রহমান ঘটনাস্থলে যান। পরে জড়িত সন্দেহে একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রাসেল (২১) এবং অহেদ আলীর ছেলে আলমগীরকে (৩০) আটক করেন।

গ্রামের লোকজন অভিযোগ করেন, এ নিয়ে গত এক মাসে ওই এলাকায় ৪টি ডাকাতির ঘটনা ঘটেছে। মামলা করতে থানায় গেলে ‘মালামাল উদ্ধার করে দেওয়া হবে’ এমন আশ্বাস দিয়ে একটি ডাকাতির ঘটনারও মামলা নেয়নি পুলিশ। কিন্তু এ পর্যন্ত কোন মালামাল উদ্ধার হয়নি। বরং ডাকাতদের উৎপাত বেড়েই চলেছে।

জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম জানান, নদী তীরবর্তী এলাকা হওয়ার কারণে ডাকাতদের ভয়ে ইউনিয়নের লোকজন সব সময় আতঙ্কে থাকে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি ওই এলাকার ডাকাত সর্দারসহ ২/৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এসএএস/অ/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test