E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে অপহরণ

২০১৫ আগস্ট ০৩ ১৮:৫২:২৭
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খাল এলাকা থেকে বনদস্যু আকাশ বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে অপহরণ করেছে।

শনিবার রাতে জেলেরা মাছ ধরার সময় বনদস্যু আকাশ বাহিনীর সদস্যরা ১ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এসব জেলেদের অপহরণ করে সুন্দরবনের গহীণ অরণ্যে নিয়ে যায়। আপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার কাইনমারী এলাকায়। আপহৃতদের মধ্যে ৪ জেলের নাম জানাগেছে। তারা হলো অনন্ত মাঝি, স্বপন বিশ্বাস, পিয়াল হাওলাদার ও দিনেশ সরদার।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ মো. বেলায়েত হোসেন বনদস্যু আকাশ বাহিনীর হাতে ১২ জেলে অপহরণের ঘটনা নিশ্চিত করে জানান, আপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও র‌্যাবের সহয়তা চাওয়া হয়েছে। তাদের উদ্ধারে দুপুর থেকে কোস্টগার্ড ও র‌্যাব অভিযান শুরু করেছে বলে এসিএফ মো. বেলায়েত হোসেন জানান।

(একে/এএস/আগস্ট ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test