E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় বাসচাপায় নিহত ৩

২০১৫ আগস্ট ০৪ ১৫:১৩:৪১
গাইবান্ধায় বাসচাপায় নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি : সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস একই পরিবহনের রংপুরগামী অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের নিচে চাপা পড়ে দম্পতি আহত এবং তিনজন মারা গেছেন। এ ছাড়া বাসের ১৫ যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়। রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ফাঁসিতলা-মাস্তা নামক এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাস্তা গ্রামের খোকা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪০), তার স্ত্রী তারা বেগম (২৮) ও একই গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে আলিম মিয়া (৪০)।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস একই পরিবহনের সিলেটগামী অপর একটি বাসকে অতিক্রম করছিল। এ সময় সিলেটগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রীসহ তিন পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা ১৫ যাত্রী আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনজনের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে গেলেও বাস দুটি আটক করা হয়েছে। লাশ তিনটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

(আরঅাই/এসএফকে/আগস্ট ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test