E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে সিএনজি মালিক সমবায় সমিতির মানববন্ধন

২০১৫ আগস্ট ০৪ ১৬:০৪:৩৫
শাহজাদপুরে সিএনজি মালিক সমবায় সমিতির মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা সিএনজি মালিক সমবায় সমিতি ও সিরাজগঞ্জ জেলা অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শত শত নেতাকর্মীরা দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

জাতীয় মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু চলাচল নিষিদ্ধের প্রতিবাদ ও অবিলম্বে এসব যানবাহন চালুর দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।

এক ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পরে। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এরপর বিক্ষোভকারীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে বিক্ষোভ করতে করতে বিসিক বাসস্ট্যান্ডে এসে উপস্থিত হয়। সেখানে রবীন্দ্র ভাষ্কর্যের পাদদেশে সমাবেশ করে।

এ সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর সিএনজি টেম্পু মালিক সমিতির সভাপতি ইলিমগীর মাসুদ জেম, সাধারণ সম্পাদক পান্না লোদী, শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, মাসুদ রানা, জমিন আলী, রওশন মোল্লা, সেলিম খান, রকিব, রুমি প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও অটোটেম্পু চলাচলের অনুমতি দানের জোরদাবি জানান। তাদের এ দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অচিরেই তারা মহাসড়কে লাগাতার অবরোধসহ কঠোর কর্মসূচি দিয়ে পরিবহন সেক্টর অচল করে দেবেন।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে তাদের এ দাবি বাস্তবায়ন করা না হলে প্রয়োজনে তারা মহাসড়কে আত্মাহুতি দেবেন বলে ঘোষনা দেন। সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত তাদের এ কর্মসূচি পালিত হয়। এ সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

(এআরপি/এসএফকে/আগস্ট ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test