E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে র‌্যালী ও প্রশিক্ষণ কর্মশালা

২০১৫ আগস্ট ০৪ ১৬:১৬:৫৬
মাগুরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে র‌্যালী ও প্রশিক্ষণ কর্মশালা

মাগুরা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল শ্রেণীপেশার মানুষদের একত্রিত হয়ে সচেতনতা সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন- দেশে আর কোন সড়ক দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের অঙ্গীকার করতে হবে।

সাসটেইবেল রুলাল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, এলজিইিডি ও নিরাপদ সড়ক চাই(নিসচা)’র যৌথ আয়োজনে বেলা ১১ টায় মাগুরা শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

একটি সড়ক দুর্ঘটনা সারাজীবনের কান্নায় যেন রুপ লাভ না করে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন- সরকার ও সাধারণ মানুষের সদ্বিচ্ছায় সড়ক দুর্ঘটনাকে শুণ্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার প্রধান প্রধান কারণ অনুসন্ধান ও তা প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আজ মঙ্গলবার দুপুরে মাগুরার শহীদ আসাদুজ্জামান মিলনায়তনে সড়ক দুর্ঘটনা রোধে গাড়ী চালকদের দক্ষতা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রেডক্রিসেন্ট, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকসহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। র‌্যালী শেষে আসাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মো: মাহবুবর রহমান সভাপতিত্ব গাড়ী চালকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয় ।

সেখানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র ইকবাল আখতার খান কাফুর, সিভিল সার্জন ডা: এফবিএম আ: লতিফ, এলজিইডির যশোর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: মোশারফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের মাগুরার নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, চেম্বার অব কমার্সের সভাপতি মো: নাজমুল হক লাবলু, এনজিও কাঅর্ডিনেটর মো: আব্দুল হালিম, নিসচার জেলা সভাপতি আবু মোহাম্মদ ফিরোজ, সাধারন সম্পাদ আবু ইমাম মোহাম্মদ বাকের প্রমুখ।

আলোচনা সভা শেষে ৪শতাধিক গাড়ী চালক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসএফকে/আগস্ট০৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test