E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ড. রথীন্দ্রনাথ বোসের মৃত্যুতে নড়াইলে স্মরণ সভা

২০১৫ আগস্ট ০৪ ১৮:৩৬:১৪
ড. রথীন্দ্রনাথ বোসের মৃত্যুতে নড়াইলে স্মরণ সভা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কৃতি সন্তাান যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফর রিসার্চ প্রফেসর ড. রথীন্দ্রনাথ বোসের মৃত্যুতে নড়াইলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ড. রথীন্দ্রনাথ বোস স্মরণ পর্ষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে ড. রথীন্দ্রনাথ বোসের বর্ণাঢ্য জীবন ও কর্র্মের ওপর আলোচনা সভায় বক্তৃতা করেন প্রয়াত ড. রথীন্দ্রনাথ বোসের বড় ভাই জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, ভাবি মিনতী রানী বোস, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কবিরুল হাসান, সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডেভোকেট আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ্, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এসএ মতিন, নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রওশন আলী, আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী, টাউন কালিবাড়ি মন্দিরের পুরোহিত মানিক ভট্টার্যচ্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, অ্যাডভোকেট রওশন আরা লিলি, অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু, সরকারী ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি শাহ জালাল মুকুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন প্রমুখ।

উল্লেখ্য যে, গত ১০ জুলাই হিউস্টন সেন্টার আমেরিকায় ৬৩ বছর বয়সে প্রফেসর ড. রথীন্দ্রনাথ বোস মৃত্যুবরণ করেন। মৃতকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ছয় ভাই, চার বোনসহ অসংখ্য ছাত্র/ছাত্রী ও গুনগ্রাহি রেখে গেছেন।

ড. রথীন্দ্রনাথ বোস নড়াইলের সদর উপজেলার কমলাপুর গ্রামের বোস পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঐ গ্রামের বৈদ্যনাথ বসু ও তৃপ্তিলতা বসুর দ্বিতীয় পুত্র। তার আপন বড় ভাই অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নড়াইল জেলা কমিটির সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী । সলিড টিউমার ক্যান্সার প্রতিরোধী ওষুধ আবিষ্কার করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্লাটিনামভিত্তিক পরবর্তী প্রজন্মের এই ওষুধটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল পরীক্ষার আওতায় রয়েছে। ইতিমধ্যে তা ‘ফসপ্লাটিন থেরাপিউটিকস’ নামে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের লাইসেন্সও পেয়েছে।

ড. রথীন্দ্রনাথ হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফর রিসার্চের দায়িত্ব পালনের পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়টির রসায়ন, বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। ক্যান্সার থেরাপিউটিকস ও ফুয়েল-সেল ইলেকট্রোক্যাটালিস্টের ওপর চারটি অপেক্ষমাণসহ মোট ১০টি পেটেন্টের অধিকারী তিনি।

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। এই বিভাগ থেকেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনসহ ১৯৭২ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি ১৯৭৩-৭৪ মেয়াদকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রসংসদের জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছরের অধিক সময় শিক্ষকতা করেন। এরপর ১৯৭৮ সালে উচ্চ শিক্ষার্থে চলে যান যুক্তরাষ্ট্রে এবং পিএইচডি শেষ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন। তবে এখনও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যই বাংলাদেশে বসবাস করছেন। ড. বোসের অন্যান্য ভাইয়েরাও সুপ্রতিষ্ঠিত।

(টিএআর/এএস/আগস্ট ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test