E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩০ বছর পর শিয়ালকোল কলেজে শহীদ মিনার উদ্বোধন

২০১৫ আগস্ট ০৫ ১৫:০৭:১২
৩০ বছর পর শিয়ালকোল কলেজে শহীদ মিনার উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। কলেজটি প্রতিষ্ঠার ৩০ বছর পর এই প্রথম শহীদ মিনার স্থাপিত হলো।

বুধবার সকালে কলেজ প্রাঙ্গনে এটির ফলক উন্মোচন করেন সংরক্ষিত মহিলা আসনের (সিরাজগঞ্জ-পাবনা) জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, গাজী আব্দুল কুদ্দুস, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মহর আলী, শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন মিস্ত্রি, প্রবীণ শিক্ষক শ্যামল কুমার সাহা, কলেজটির অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম, শিক্ষক গোপাল চন্দ্র সাহা, আবু বক্কর সিদ্দিক, আব্দুল বাছেদ, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন তালুকদার, সবুজ সরকার, উপেন্দ্রনাথ রায়, ইউপি সদস্য শহীদুল আলম, আতাউর রহমান রতন, হযরত আলী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আল আমিন, কামাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মজিবুর রহমান, প্রমুখ।

শহীদ মিনার উদ্বোধনের পর এতে প্রথম পুস্পস্তবক অর্পণ করেন সেলিনা বেগম স্বপ্না এমপি। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এবং কলেজের ছাত্র-ছাত্রীরা পুস্পস্তবক অর্পণ করেন।

এদিকে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার ৩০ বছর পর শহীদ মিনার স্থাপন করায় এর সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলীসহ স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করে।

কলেজটির অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম জানান, ১৯৮৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে এখানে কলেজ খোলা হয়। দীর্ঘ ৩০ বছর পর এ কলেজ চত্বরে সেলিনা বেগম স্বপ্না এমপির ঐকান্তিক প্রচেষ্টায় জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনার প্রতিষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত।

মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আবু তাহের জানান, ৫২’র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের যাত্রা শুরু হয়। শহীদ মিনারে ফুল দেয়ার মাধ্যমে আমরা ভাষা শহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। স্বাধীনতার ৪৪ বছরেও শিয়ালকোল ইউনিয়নে কোন শহীদ মিনার নির্মিত হয়নি। আজ এই শহীদ মিনার স্থাপনের মধ্য দিয়ে অত্র অঞ্চলে মুক্তিযোদ্ধার চেতনা বিকাশের নতুন ভিত্তি রচিত হলো।

(এসএস/এএস/আগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test