E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০১৫ আগস্ট ০৫ ১৮:৩৪:৩৬
শাহজাদপুরে ওসির বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক জনপ্রিয় ওসি (তদন্ত) আব্দুল হাইয়ের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে সর্বস্তরের জনগণ মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। থানারঘাট-নতুনমাটি সড়কের মণিরামপুর বাজারে ১ ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে ।

এরপর অগ্রণী ব্যাংকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন । বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শামছুল ইসলাম, অধ্যক্ষ সাইদুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ্ব হায়দার আলী, আলহাজ্ব শাহীন, আলহাজ্ব মোহাম্মাদ আলী, দুলাল হোসেন, এনজিও কর্মকর্তা রাকিবুল ইসলাম রিপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম.জাহান, সহকারী শিক্ষক শ্যামল দত্ত, মঈন উদ্দিন, সাংবাদিক সাগর বসাক প্রমুখ। বক্তারা অবিলম্বে ওসি (তদন্ত) আব্দুল হাইয়ের বদলি আদেশ প্রত্যাহার করে তাকে শাহজাদপুর থানায় পুনর্বহালের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, শাহজাদপুর থানার সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক জনপ্রিয় ওসি (তদন্ত) আব্দুল হাইকে সম্প্রতি নাটোর জেলায় বদলি আদেশ করায় শাহজাদপুরবাসী ক্ষোভে ফেটে পড়েন। তারই ধারাবাহিকতায় শাহজাদপুরের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

শাহজাদপুরের শতশত ব্যবসায়ী, রাজনীতিবীদ, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়ে এ কর্মসূচী সফল করে তোলেন । আন্দোলনকারীরা জানান, গত দু’বছরে শাহজাদপুর থানায় চাকুরী করা কালে তিনি কারো কাছ থেকে একটি পয়সাও ঘুষ গ্রহণ করেননি। উপর্যুপরি বহু ভুক্তভোগীর বিভিন্ন সমস্যার সমাধান করে দিয়েছেন। ফলে সদা হাস্যজ্জল, ধার্মিক ও বিনয়ী এই ব্যক্তিটি খুব সহজেই শাহজাদপুরবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই তারা তাকে আরও দু’বছরের জন্য শাহজাদপুর থানায় দেখতে চায়। এ উদ্দেশ্য নিয়েই তারা এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

(একে/এএস/আগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test