E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় পুলিশি হেফাজতে দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০১৪ মে ২২ ১০:১৬:২৩
আশুলিয়ায় পুলিশি হেফাজতে দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়া থানায় পুলিশি হেফাজতে রিপন (৩০) নামে এক চা-দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনেরা।

বুধবার দিবাগত রাত ১২টায় থানায় হত্যার অভিযোগ উঠলেও পুলিশের দাবি সড়ক দুর্ঘটনায় রিপনের মৃত্যু হয়েছে।

নিহত রিপনের স্ত্রী সাথী আক্তার জানান, বুধবার রাতে রিপন তাকে নিতে নবীনগর বাসস্ট্যান্ডে আসেন। এ সময় থানার অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন তাকে এবং রিপনকে কোন কারণ ছাড়াই আটক করে মারধর করেন। পরে পুলিশ রিপনকে থানার পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

নিহতের ছোট ভাই জুয়েল অভিযোগ করে বলেন, আশুলিয়া থানার এএসআই আনোয়ার হোসেন অন্য এক ব্যক্তির মাধ্যমে মোবাইল ফোনে রিপনকে ছেড়ে দেওয়ার শর্তে টাকা দাবি করে। থানায় খোঁজ নিয়ে রিপনকে না পেয়ে নবীনগর বাসস্ট্যান্ডে যাই। পরে রাত পৌনে ১২টায় এএসআই আনোয়ার জানান, রিপন সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

এদিকে, আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে ‘হত্যা’র বিষয়টি অস্বীকার করে বলা হয়, পার্শ্ববর্তী বিশমাইল এলাকায় ট্রাকের ধাক্কায় রিপন আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. কৌশিক ও সেবিকা তানিয়া জানিয়েছেন, রিপনকে হাসপাতালে ভর্তি করার আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বদরুল আলম জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে যদি পুলিশের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ওএস/অ/মে ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test