E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় স্টুডেন্ট কেবিনেট নিবার্চন অনুষ্ঠিত

২০১৫ আগস্ট ০৮ ১৯:২৬:২০
কাপাসিয়ায় স্টুডেন্ট কেবিনেট নিবার্চন অনুষ্ঠিত

কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি : শনিবার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নিবার্চন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ৩২ জন প্রার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ জনকে নির্বাচিত করা হয়।

সকাল ৮টা থেকে এক টানা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। স্কুলের ৯শতাধিক ছাত্রছাত্রী ভোটাধিকার প্রয়োগ করেন। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রিজাইডিং অফিসার.পোলিং অফিসার, নিবাচনি এজেন্ট, নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করেন। নিবার্চিতরা হলেন মো: নাঈম হাসান নবম শ্রেণি মো: নাদিম কাজী দশম শ্রেণি মো: সাইদুল ইসলাম নবম শ্রেণি, মো: লাবিব হাসান ষষ্ঠ শ্রেণি মোসামৎ নওসিন প্রধান অষ্টম শ্রেণি মো: সাদিক আহম্মেদ অষ্টম শ্রেণি মো: সাদমান শেখ হিমেল দশম শ্রেণি ও মো: রবিউল হাসান সপ্তম শ্রেণি। বিকেলে নিবাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনটি দেখার জন্য উপজেলা বিভিন্ন শ্রেণির মানুষ স্কুল মাঠে ভিড় জমায়। এ ছাড়া উপজেলার উত্তর খামের দাখিল মাদ্রাসায় ও নির্বাচন অনু্িষ্ঠত হয়।

(এসকেডি/পি/অাগস্ট ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test