E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী আজ

২০১৫ আগস্ট ১০ ১২:৪৬:৩১
এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী আজ

নড়াইল প্রতিনিধি :নড়াইলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন তিনি।

দিবসটি উদযাপন উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমি, মূর্ছনা সঙ্গীত, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সহ বিভিন্ন স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- শিল্পীর মাজার জিয়ারত, মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া, আলোচনা ও পুরস্কার বিতরণী। চিত্রা নদীতে রয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতাও।

বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এবারে ২৯ আগস্ট চিত্রা নদীতে পুরুষ ও নারীদের নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।

সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এবং এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ২৬ আগস্ট থেকে সুলতান মঞ্চে ৪ দিনব্যাপী সুলতান উৎসবের আয়োজন করেছে।

সুলতান চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের ‘রেসিডেন্ট আর্টিস্ট’ স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা লাভ করেন।

এছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার লাভ করেন।

শ্বাসকষ্টজনিত কারণে ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এসএস সুলতান। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রামে তাকে শায়িত করা হয়। ।



(টিএআর/এসসি/আগষ্ট১০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test