E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এসিড সন্ত্রাস কমলেও বেড়েছে নারী ও শিশু নির্যাতন’

২০১৫ আগস্ট ১০ ১৭:৪৬:৫৫
‘এসিড সন্ত্রাস কমলেও বেড়েছে নারী ও শিশু নির্যাতন’

সাতক্ষীরা প্রতিনিধি : সমাজ থেকে এসিড সন্ত্রাস বহুলাংশে হ্রাস পেলেও নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশজুড়ে এ ধরনের ঘটনা এখন মহামারী আকার ধারন করেছে।

একই সাথে যৌতুক না পেয়ে নারীর ওপর সহিংসতা, চাকরির নামে বিদেশে নারী পাচার এবং শিশুদের উপর নেমে এসেছে অবর্ননীয় নির্যাতন। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নির্যাতিতদের আইনগত সহায়তা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন সাতক্ষীরা সুশীল সমাজ।

সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা অফিসার্স ক্লাবে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বেসরকারি সংস্থা স্বদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করে বক্তারা বলেন, সরকার নির্যাতিতদের বিনা খরচে আইন সহায়তা দেওয়ার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আসক ও স্বদেশও আইন সহায়তা দিতে বহু ঘটনার মুখোমুখি হয়েছেন। নারী পাচার রোধ, বাল্য বিবাহ রোধ, এসিড সন্ত্রাস প্রতিরোধ , যৌতুক দাবিতে নারী নির্যাতন প্রতিরোধ, শ্রম বিনিয়োগকারী শিশুদের ওপর নির্যাতনসহ নানা বিষয় তুলে ধরে বক্তারা বলেছেন, ‘একটি আলোকিত সমাজ গঠন করতে হলে এই আইন সহায়তার কথা দরিদ্র মানুষের ঘরে পৌছে দিতে হবে। এজন্য জনসচেতনতাও গড়ে তুলতে হবে’ ।

আসক কর্মকর্তা অ্যাড.মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মুনছুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সামাজিক নেতা শেখ আজহার হোসেন, সাংবাদিক সুভাষ চৌধুরী,কল্যাণ ব্যাণার্জি, এম কামরুজ্জামান, রঘুনাথ খাঁ, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, অ্যাড. নাজমুন নাহার ঝুমুর, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, এনজিও প্রতিনিধি দুলাল সরকার, মোঃ নাসিরউদ্দিন, নির্যাতিত মেয়ের বাবা ভোমরার ফজর আলী, রোজিনা পারভিন।

বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করে সাতক্ষীরায় একটি মডেল ইউনিয়ন গঠন করার আহবান জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

(আরকে/এএস/আগস্ট ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test