E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দলিত ও সংখ্যালঘু সাংবাদিক সুরক্ষা ফোরাম গঠিত

২০১৫ আগস্ট ১১ ১৫:২৩:১৩
দলিত ও সংখ্যালঘু সাংবাদিক সুরক্ষা ফোরাম গঠিত

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডারদের এক সভা গত ৭ আগস্ট ঢাকার রিপোর্টে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজনকারী সংস্থা শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শারি’র কর্মকর্তা উমেশ সাহা, রঞ্জন বকসী নুপু, বাগেরহাটের সাংবাদিক আজাদুল হক, চাঁদপুরের সাংবাদিক শওকত আলী, শেরপুরের সাংবাদিক শরিফুর রহমান, দিনাজপুরের সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, রাজবাড়ীর সাংবাদিক সোহেল রানা, পঞ্চগড়ের সাংবাদিক লিহাজউদ্দিন মানিক প্রমূখ।

সভায় দৈনিক আলোকিত বাংলাদেশ চাঁদপুরের জেলা প্রতিনিধি শওকত আলীকে সভাপতি এবং দিনাজপুরের সাংবাদিক ও কলামিষ্ট আজহারুল আজাদ জুয়েলকে সাধারণ সম্পাদক কওে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলিত এন্ড মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেন্ডার ফোরাম গঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন; কামাল মৃধা (ঢাকা ট্রিবিউন, নাটোর), আজাদুল হক (সংবাদ, বাগেরহাট), লিহাজউদ্দি মানিক (করতোয়া, পঞ্চগড়), ফজলুল করিম (সানশাইন, রাজশাহী), আব্দুল করিম (ফ্রি ল্যান্স, ঠাকুরগাঁও), মঞ্জুরুল করিম (সানশাইন, নওগাঁ), আনন্দ দাস (ফ্রিল্যান্স, যশোর), তানভীর আহমেদ রুবেল (৭১ টেলিভিশন ও উত্তরাধিকার ৭১ নিউজ, নড়াইল), সোহেল রানা দৈনিক রাজবাড়ী কন্ঠ, রাজবাড়ী), অপূর্ব লাল সরকার (সংবাদ, বরিশাল), অচিন্ত্য মজুমদার (অবজারভার, ভোলা), সুজন মন্ডল (ফ্রিল্যান্স, জয়পুরহাট), শরিফুর রহমান (সংবাদ, শেরপুর), রঘুনাথ খাঁ (একুশে টেলিভিশন, সাতক্ষীরা) এবং রঞ্জন বকসী নুপু (শারি প্রতিনিধি)।

(টিএআর/এলপিবি/আগস্ট ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test