E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশু ফারজানা হত্যা মামলা না নেয়ায় থানার সামনে বিক্ষোভ

২০১৫ আগস্ট ১১ ১৫:৩৬:১৮
শিশু ফারজানা হত্যা মামলা না নেয়ায় থানার সামনে বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শিশু ফারজানা হত্যায় পুলিশের বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ তুলেছে ফারজানার পরিবার। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে আজ সকাল ১১টায় স্থানীয় শতশত শিক্ষার্থী ও এলাকাবাসী রাজাপুর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে।

পরে তারা থানার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে ফারজানার সহপাঠী ও তার পরিবারের লোকজন হত্যাকারীদের বিচার দাবী করে কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধনে ফারজানাকে স্থানীয় তিন বখাটে ধর্ষনের পর হত্যা করেছে বলে তার বাবা ও মা অভিযোগ করেছেন। এছাড়া তারা থানায় মামলা করতে আসলে থানা পুলিশও মামলা গ্রহন করেনি বলে তারা মানববন্ধনে আরো অভিযোগ করেন। পরে তারা একই অভিযোগ এনে রাজাপুর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।

ফারজানার মা সালমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে স্থানীয় বখাটে আলী, তারেক ও রানা উত্যক্ত করত। তারাই আমার মেয়েকে ধর্ষনের পর হত্যা করেছে। আমি এ ঘটনায় রাজাপুর থানায় মামলা করতে এলে পুলিশ মামলা নেয়নি। পরে আমি বাদী হয়ে ৫ জনকে আসামি করে ঝালকাঠি আদালতে ১০ আগষ্ট একটি মামলা দায়ের করেছি।’

ফারজানার বাবা ফারুক মল্লিক বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা খুনীদের গ্রেপ্তার ও সঠিক বিচার চাই।’

মামলা না নেয়ার বিষয়ে রাজাপুর থানার ওসি মুনীর উল গীয়াস বলেন, ফারজানার লাশ উদ্ধারের পর আমি নিজে থেকে তার সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। এতে হত্যার কোনই আলামত পাওয়া যায়নি। তাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের ময়না তদন্ত রিপোর্টে হত্যার আলামত আসলে তখন অবশ্যই হত্যা মামলা রুজু করা হবে।’

উল্লেখ্য, গত ১ আগষ্ট রাজাপুরের পূর্ব বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার (১১) বাড়ি থেকে নিখোঁজ হয়। এর একদিন পর ২ আগষ্ট বাড়ির পার্শ্ববর্তী একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। ফারজানার স্কুলের আসার পথে স্থানীয় তিনজন বখাটে প্রায়ই তাকে উত্যক্ত করতো বলে তার পরিবার অভিযোগ তুলেছে। তারাই তাকে হত্যা করেছে বলে ফারজানার পরিবার প্রথম থেকেই দাবী করে আসছে।

(এএম/এলপিবি/আগস্ট ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test